Ajker Patrika

দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে ‘হাট সভা’ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে ‘হাট সভা’ করবে বিএনপি

দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও হ্যান্ডবিল বিতরণের পাশাপাশি দেশের হাটে-বাজারে সভা করবে দলটি। যাকে ‘হাট সভা’ নামে অভিহীত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দলের স্থায়ী কমিটির সভায় এসব কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের পত্রিকাকে এই সিদ্ধান্তের কথা জানান। কর্মসূচি পালনের দিন-তারিখ ঠিক না হলেও আগামী সপ্তাহে তা হতে পারে বলে জানান তিনি।

এর আগে এক বিবৃতিতে স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানিয়ে ফখরুল বলেন, ‘সভায় দ্রব্যমূল্যের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও মূল্য হ্রাসের কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবিতে আগামী সপ্তাহে দেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, হাট সভা ও হ্যান্ডবিল বিতরণের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এ বিষয়ে তাঁকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান তিনি।

‘হাট সভা’ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব আজকের পত্রিকাকে বলেন, ‘এগুলো পুরোনোকালের কর্মসূচি। আগের দিনে মাইক খুব একটা পাওয়া যেত না। তখন চোঙ্গা দিয়ে মিটিং করা হতো উঁচু জায়গায় দাঁড়িয়ে, যেটাকে হাট সভা বলা হতো।

এদিকে আগামী দিনের কর্মসূচিতে কৃষকদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশে দু: শাসন চলছে। এই দু: শাসনকে জবাব দিতে দেশের কৃষক সমাজকে সবচেয়ে বেশি প্রয়োজন।’ তিনি বলেন, ‘মানুষ এখন বিক্ষুব্ধ। মানুষ এখন দুর্বিষহ একটা অবস্থার মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চায় মানুষ।’ 

শিগগিরই কর্মসূচির ঘোষণা আসবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের এই অন্ধকার কেটে যাবে। আলো সামনে এসে দাঁড়াবে এবং আমরা অবশ্যই জয়ী হবো।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত