Ajker Patrika

অলংকার কেন, আমরা বিরোধী দল: জাপার সালমা ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ৩৩
অলংকার কেন, আমরা বিরোধী দল: জাপার সালমা ইসলাম

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সালমা ইসলাম বলেছেন, ‘আমরা কেন অলংকার হব? আমরা তো বিরোধী দলের। আমরা সব সময় সমালোচনাটাই করব। আমাদের তো জনগণের পাশে থাকতে হবে। আমরা ভালোকে অবশ্যই ভালো বলব। যেটা ভালো না, সেটি আমরা তুলে ধরব। 

আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের জন্য নিজের মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালমা ইসলাম এসব কথা বলেন। 

সালমা ইসলাম বলেন, ‘আমার জন্য দোয়া করবেন, আমি চেষ্টা করব, জনগণের পাশে থাকব। জনগণের কথা তুলে ধরব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালমা বলেন, সম্মানের ক্ষেত্রে লড়াই করাটা খুব আনন্দের। যদি আজকে হতে পারতাম, আমার মনটা অনেক বড় হতো। আমি আনন্দ পেতাম খুব বেশি। আমি তো লড়াই করেছি, সেটাই আমি নিয়ে নেব যে আমি জয়ী হয়েছি।’ 

এ সময় দলের মহাসচিব মজিবুল হক চুন্নু ও জাতীয় পার্টির মনোনয়ন পাওয়া আরেক সংরক্ষিত নারী আসনের প্রার্থী ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি নুরুন নাহার উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত