Ajker Patrika

উত্তরায় বিমান বিধ্বস্ত: এনসিপির ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের পদযাত্রা স্থগিত

ফেনী প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: ফেসবুক থেকে নেওয়া
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে।

‘জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২১ জুলাই) ফেনী এবং আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) নোয়াখালী ও লক্ষ্মীপুরে কর্মসূচি হওয়ার কথা ছিল।

বিকেল ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘উত্তরার দুর্ঘটনায় আমরা গভীর শোকাহত। খাগড়াছড়িতে কর্মসূচি শেষে দলের কেন্দ্রীয় নেতারা ফেনীর পথে রওনা হয়েছিলেন। ইতিমধ্যে অনেক নেতা-কর্মী সভাস্থলে উপস্থিত হলেও বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের কর্মসূচি পালন আমাদের বিবেচনায় অনুচিত। তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফেনীসহ পরবর্তী জেলার সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। নেতারা ঢাকার উদ্দেশে ফিরে গেছেন।’

প্রসঙ্গত, ১ জুলাই থেকে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ পালন করছে এনসিপি। দেশের বিভিন্ন জেলায় ইতিমধ্যে এই কর্মসূচি সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ফেনীতে কর্মসূচি আয়োজনের কথা ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২০, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত