নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি আসনে দলীয় মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রংপুরে ৩৩টি ও রাজশাহী বিভাগের ৩৯টি আসনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। পুরোপুরি সব বিভাগের মনোনয়ন শেষ হলে একসঙ্গে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১ জন শীর্ষস্থানীয় নেতা।
আগামীকাল আবার বৈঠক বসবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আজকের মতো সভা মুলতবি হয়েছে। আগামী ২৫ তারিখের মধ্যে সমস্ত মনোনয়ন চূড়ান্ত হবে বলে আশা করছি।’
তিনি আরও বলেন, ‘আজকে যাঁরা মনোনীত হয়েছেন, আমার জানামতে রাজনীতির বাইরে কেউ আসেননি। হয়তো পরে আসবে। রংপুর ও রাজশাহীতে রাজনীতির বাইরে কেউ আসেননি।’
বর্তমান সংসদ সদস্যদের মধ্যে কেউ বাদ পড়েছেন কি না—এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান সংসদের মধ্যে কজন বাদ পড়েছেন, তা এই মুহূর্তে বলতে পারছি না। তবে কিছু কিছু বাদ পড়েছেন। জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকে আমরা গুরুত্ব দিয়েছি।’
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে এমন অনেক দলও আসতে পারে, যেটা আমিও ভাবছি না, আপনিও ভাবছেন না।’
রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি আসনে দলীয় মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রংপুরে ৩৩টি ও রাজশাহী বিভাগের ৩৯টি আসনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। পুরোপুরি সব বিভাগের মনোনয়ন শেষ হলে একসঙ্গে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১ জন শীর্ষস্থানীয় নেতা।
আগামীকাল আবার বৈঠক বসবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আজকের মতো সভা মুলতবি হয়েছে। আগামী ২৫ তারিখের মধ্যে সমস্ত মনোনয়ন চূড়ান্ত হবে বলে আশা করছি।’
তিনি আরও বলেন, ‘আজকে যাঁরা মনোনীত হয়েছেন, আমার জানামতে রাজনীতির বাইরে কেউ আসেননি। হয়তো পরে আসবে। রংপুর ও রাজশাহীতে রাজনীতির বাইরে কেউ আসেননি।’
বর্তমান সংসদ সদস্যদের মধ্যে কেউ বাদ পড়েছেন কি না—এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান সংসদের মধ্যে কজন বাদ পড়েছেন, তা এই মুহূর্তে বলতে পারছি না। তবে কিছু কিছু বাদ পড়েছেন। জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকে আমরা গুরুত্ব দিয়েছি।’
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে এমন অনেক দলও আসতে পারে, যেটা আমিও ভাবছি না, আপনিও ভাবছেন না।’
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যেসব রাজনৈতিক দল নিজেদের হর্তাকর্তা ভাবছে, সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছে, তাদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। কারণ দেশের ছাত্র-জনতা আগামীতে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হতে দেবে না।নারায়ণগঞ্জ, গণঅধিকার পরিষদ, আওয়ামী লীগ, জেলার খবর
৩ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিমানের লন্ডন-সিলেট-ঢাকার রুট পরিবর্তন করে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব দেয় অন্তর্বর্তী সরকার ও বিমান কর্তৃপক্ষ। তবে প্রস্তাবটি খালেদা জিয়ার কাছে পৌঁছালে ওই বিমানের অন্য সহযাত্রীদের ভোগান্তি এবং কষ্টের কথা বিবেচনা করে
৩ ঘণ্টা আগেস্বামী তারেক রহমানের সঙ্গে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন ডা. জোবাইদা রহমান। এরপর কেটে গেছে দীর্ঘ ১৭ বছর। একমাত্র কন্যা জায়মা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন তিনি। অবশেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান।
৩ ঘণ্টা আগেসমাবেশে এনসিপির আহ্বায়ক বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ৯ মাস পরেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আমাদের রাজপথে নেমে আসতে হচ্ছে, রাজপথে কথা বলতে হচ্ছে, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলেই মনে করি।’
৫ ঘণ্টা আগে