নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সমগ্র জাতি ক্রান্তিকাল পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিরাজমান সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার রাজধানীর আসাদগেটের একটি কনভেনশন সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা মহানগর উত্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
আমীর খসরু বলেন, জাতি কঠিন সময় অতিক্রম করছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে সবাইকে রাস্তায় নামতে হবে। ঘরে বসে থেকে সমস্যার সমাধান হবে না। তিনি বলেন, এই আন্দোলনে জয়ী হওয়া বিএনপির একার বিষয় নয়। আজকে সমগ্র জাতির বিষয় এটা। জাতি আজ একটি লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সবার এখন লক্ষ্য একটাই, জাতিকে মুক্ত করা। যে আন্দোলনে আমরা নেমেছি সেখানে আমাদের জয়ী হতে হবে।
তিনি আরও বলেন, এই সংগ্রাম বিএনপির একার সংগ্রাম নয়। জাতি আগামী দিনে কোনদিকে যাবে, এটাই নির্ধারণ হবে আমাদের এই সংগ্রামের মধ্য দিয়ে। বিশেষ করে গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, সাংবিধানিক, রাজনৈতিক অধিকারের পক্ষে, গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মাসুম বিল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি হারুন আল রশীদ, মহাসচিব আব্দুস সালাম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবনসহ আরও অনেকে অংশ নেন।
সমগ্র জাতি ক্রান্তিকাল পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিরাজমান সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার রাজধানীর আসাদগেটের একটি কনভেনশন সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা মহানগর উত্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
আমীর খসরু বলেন, জাতি কঠিন সময় অতিক্রম করছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে সবাইকে রাস্তায় নামতে হবে। ঘরে বসে থেকে সমস্যার সমাধান হবে না। তিনি বলেন, এই আন্দোলনে জয়ী হওয়া বিএনপির একার বিষয় নয়। আজকে সমগ্র জাতির বিষয় এটা। জাতি আজ একটি লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সবার এখন লক্ষ্য একটাই, জাতিকে মুক্ত করা। যে আন্দোলনে আমরা নেমেছি সেখানে আমাদের জয়ী হতে হবে।
তিনি আরও বলেন, এই সংগ্রাম বিএনপির একার সংগ্রাম নয়। জাতি আগামী দিনে কোনদিকে যাবে, এটাই নির্ধারণ হবে আমাদের এই সংগ্রামের মধ্য দিয়ে। বিশেষ করে গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, সাংবিধানিক, রাজনৈতিক অধিকারের পক্ষে, গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মাসুম বিল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি হারুন আল রশীদ, মহাসচিব আব্দুস সালাম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবনসহ আরও অনেকে অংশ নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও সমন্বয়ক উমামা ফাতেমা প্রশ্ন রেখে বলেছেন, জুলাই কেন ‘মানি-মেকিং মেশিন’ হবে? তিনি বলেছেন, ‘আনফরচুনেটলি সেটা হয়েছে।’ গতকাল রোববার দিবাগতরাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ মন্তব্য করেন।
১ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান পুলিশের কর্মঘণ্টা অনুযায়ী বেতনকাঠামো পরিবর্তনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, ডিসি, ইউএনও বা অন্যান্য সরকারি কর্মকর্তাদের কাজের একটি নির্দিষ্ট সময় থাকে, কিন্তু পুলিশ কর্মকর্তাদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
১৩ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন মনে করেন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র সফলভাবে বাস্তবায়নের পরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা
১৫ ঘণ্টা আগেজাতীয় সংসদে বিদ্যমান সংরক্ষিত ৫০টি নারী আসন রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি। একই সঙ্গে আগামী নির্বাচনে সংসদে মোট আসনের মধ্যে পাঁচ শতাংশ আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে দলটি। পরে ধারাবাহিকভাবে এই হার বাড়ানোর পক্ষে বিএনপি।
১৫ ঘণ্টা আগে