নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতির সংলাপে নির্বাচন কমিশন আইন প্রণয়নসহ ছয় দফা প্রস্তাব দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। একটি দক্ষ নির্বাচন কমিশনের চেয়ে সরকারের নিরপেক্ষতা বেশি জরুরি বলেও মত দিয়েছেন তিনি।
আজ রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাবগুলো দেন কাদের সিদ্দিকী। তাঁর নেতৃত্বে দলের নয় সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয়।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
প্রস্তাবগুলোর মধ্যে প্রথমে আছে নির্বাচন কমিশন আইন প্রণয়ন করা। তবে আইন প্রণয়ন সম্ভব না হলে সার্চ কমিটির পরিবর্তে ব্যক্তিত্বসম্পন্ন দেশপ্রেমিক লোকদের দিয়ে জনগণের আস্থাভাজন ও গ্রহণযোগ্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেন, যাতে দুজন নারী সদস্য অন্তর্ভুক্ত হবেন। তাঁরা নির্বাচন কমিশনকে স্বাধীন ও মুক্ত রাখার প্রস্তাব করেন।
নির্বাচন কমিশনকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত না নিয়ে কোনো নির্বাচনী বিধিবিধান প্রণয়ন না করারও আহ্বান জানায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধি দল। প্রতিনিধিদল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনের মাধ্যমে জাতীয় নির্বাচন পরিচালনার প্রস্তাব করেছে। তাঁরা বলেছেন, নির্বাচন কমিশনের দক্ষতার চেয়েও সরকারের নিরপেক্ষতা বেশি জরুরি।
মতামত দেওয়ার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে তাঁদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতির সংলাপে নির্বাচন কমিশন আইন প্রণয়নসহ ছয় দফা প্রস্তাব দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। একটি দক্ষ নির্বাচন কমিশনের চেয়ে সরকারের নিরপেক্ষতা বেশি জরুরি বলেও মত দিয়েছেন তিনি।
আজ রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাবগুলো দেন কাদের সিদ্দিকী। তাঁর নেতৃত্বে দলের নয় সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয়।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
প্রস্তাবগুলোর মধ্যে প্রথমে আছে নির্বাচন কমিশন আইন প্রণয়ন করা। তবে আইন প্রণয়ন সম্ভব না হলে সার্চ কমিটির পরিবর্তে ব্যক্তিত্বসম্পন্ন দেশপ্রেমিক লোকদের দিয়ে জনগণের আস্থাভাজন ও গ্রহণযোগ্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেন, যাতে দুজন নারী সদস্য অন্তর্ভুক্ত হবেন। তাঁরা নির্বাচন কমিশনকে স্বাধীন ও মুক্ত রাখার প্রস্তাব করেন।
নির্বাচন কমিশনকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত না নিয়ে কোনো নির্বাচনী বিধিবিধান প্রণয়ন না করারও আহ্বান জানায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধি দল। প্রতিনিধিদল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনের মাধ্যমে জাতীয় নির্বাচন পরিচালনার প্রস্তাব করেছে। তাঁরা বলেছেন, নির্বাচন কমিশনের দক্ষতার চেয়েও সরকারের নিরপেক্ষতা বেশি জরুরি।
মতামত দেওয়ার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে তাঁদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত বছররে জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানে অসামান্য অবদান রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শতাধিক নেতা-কর্মীকে সম্মাননা দেবে জাতীয়তাবাদী যুবদল।
১২ মিনিট আগেজাতীয় পার্টির (জাপা) গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি, দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ অন্য নেতাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে আয়োজিত সমাবেশে পুলিশের বাধার অভিযোগ তুলেছেন দলটির নেতারা। তবে রমনা থানা-পুলিশের দাবি, তারা কোনো বাধা দেয়নি, বরং
১৫ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিলের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
১৬ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সার্জারির নেতৃত্বে থাকা ডা. জাহাঙ্গীর কবির। তিনি আরও জানিয়েছেন, আগামী তিন দিন তিনি আইসিইউতে থাকবেন। এরপর তাঁকে কেবিনে নিয়ে আসা হবে।
১৬ ঘণ্টা আগে