Ajker Patrika

দক্ষ ইসির চেয়ে সরকারের নিরপেক্ষতা বেশি জরুরি, রাষ্ট্রপতির সংলাপে কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২৩: ৪৪
দক্ষ ইসির চেয়ে সরকারের নিরপেক্ষতা বেশি জরুরি, রাষ্ট্রপতির সংলাপে কাদের সিদ্দিকী

নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতির সংলাপে নির্বাচন কমিশন আইন প্রণয়নসহ ছয় দফা প্রস্তাব দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। একটি দক্ষ নির্বাচন কমিশনের চেয়ে সরকারের নিরপেক্ষতা বেশি জরুরি বলেও মত দিয়েছেন তিনি।

আজ রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাবগুলো দেন কাদের সিদ্দিকী। তাঁর নেতৃত্বে দলের নয় সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয়। 

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন। 

প্রস্তাবগুলোর মধ্যে প্রথমে আছে নির্বাচন কমিশন আইন প্রণয়ন করা। তবে আইন প্রণয়ন সম্ভব না হলে সার্চ কমিটির পরিবর্তে ব্যক্তিত্বসম্পন্ন দেশপ্রেমিক লোকদের দিয়ে জনগণের আস্থাভাজন ও গ্রহণযোগ্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেন, যাতে দুজন নারী সদস্য অন্তর্ভুক্ত হবেন। তাঁরা নির্বাচন কমিশনকে স্বাধীন ও মুক্ত রাখার প্রস্তাব করেন। 

নির্বাচন কমিশনকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত না নিয়ে কোনো নির্বাচনী বিধিবিধান প্রণয়ন না করারও আহ্বান জানায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধি দল। প্রতিনিধিদল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনের মাধ্যমে জাতীয় নির্বাচন পরিচালনার প্রস্তাব করেছে। তাঁরা বলেছেন, নির্বাচন কমিশনের দক্ষতার চেয়েও সরকারের নিরপেক্ষতা বেশি জরুরি। 

মতামত দেওয়ার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে তাঁদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত