Ajker Patrika

নির্বাচনের জন্যই এখন বিএনপি নেতাদের উঁকিঝুঁকি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনের জন্যই এখন বিএনপি নেতাদের উঁকিঝুঁকি: তথ্যমন্ত্রী

নির্বাচনকে উদ্দেশ্য করে এখন বিএনপি নেতাদের উঁকিঝুঁকি দিতে দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

ড. হাছান মাহমুদ বলেন, ‘এত দিন গ্রাম-গ্রামাঞ্চলে তাঁদের (বিএনপি) কোনো খবর ছিল না। নির্বাচনের উদ্দেশ্যে এখন বিএনপি নেতা কর্মীদের ধীরে ধীরে দিনে-রাতে বিভিন্ন নিমন্ত্রণ-দাওয়াতে দেখা যাচ্ছে। তাঁরা আবার মানুষের কাছে আসার চেষ্টা করছে। যখন বন্যা হয়েছিল, আপনারা তখন কোথায় ছিলেন? করোনাকালে একমুঠো চাল নিয়ে কেন মানুষের কাছে আসেননি?’ 

করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৫ জন উপদেষ্টামণ্ডলীর সদস্য মৃত্যুবরণ করেছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘কয়েক হাজার নেতা কর্মী মৃত্যুবরণ করছে। অনেকে অসুস্থ ছিল, আবার সুস্থ হয়ে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে মৃত্যুবরণ করেছে।’ 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘এই করোনাকালে অন্য কোনো দলকে দেখা যায়নি। যখন নির্বাচন আসছে তখন ভুল ধরার জন্য তাঁদের উঁকিঝুঁকি দিতে দেখা যাচ্ছে। এত দিন তাঁরা কোথায় ছিলেন। যখন দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হচ্ছে তখন দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে।’ 

শিলক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাশেম মাস্টারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তালুকদারের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম তালুকদার। প্রধান বক্তা হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জি. সামশুল আলম তালুকদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

রাজশাহী টেক্সটাইল মিলসে তৈরি হচ্ছে মানিব্যাগ, জুতা

পাকিস্তান সেনাবাহিনীর হাতে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার জেট-১০

রাবিতে শিক্ষক নিয়োগে জামায়াত নেতার সুপারিশ, উপ-উপাচার্যের ফেসবুক থেকে ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত