Ajker Patrika

রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন: নুরুল হক নুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা
সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যেসব রাজনৈতিক দল নিজেদের হর্তাকর্তা ভাবছে, সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছে, তাদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। কারণ দেশের ছাত্র-জনতা আগামীতে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হতে দেবে না।

শুক্রবার (২ মে) বিকেলে ফতুল্লার বিসিক শিল্পনগরীর কলাবাগান মাঠে জেলা যুব অধিকার পরিষদের আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, আগামীতে যাঁরাই জনপ্রতিনিধি হবেন তাঁরা ভোটকেন্দ্রে গিয়ে সিল মেরে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন যেন না দেখেন। জনগণ যাঁকে সমর্থন করবে, তাঁরাই জনপ্রতিনিধি হবেন।

এ সময় ভারতের নানা বিষয়ে সমালোচনা করে বাংলাদেশকে শক্তিশালী করতে হলে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

যুব অধিকার পরিষদ নারাণয়গঞ্জ মহানগরের সভাপতি শেখ সাব্বির রাজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সহসভাপতি ওয়াহিদুর রহমান মিল্কি, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত