উত্তরা (ঢাকা) প্রতিনিধি
দেশের মানুষের সঙ্গে সরকার উপহাস করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জিনিসপত্রের দাম বাড়িয়েছে সরকার। বর্তমানে মানুষ হাহাকার করছে। খাদ্যের অভাবে পড়ে গেছে দেশের মানুষ। সাধারণ মানুষের সঙ্গে সরকার উপহাস করছে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের আলাউল অ্যাভিনিউতে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে উত্তরা থানা বিএনপি আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ্ আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপি ও উত্তরার বিভিন্ন থানার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ‘মন্ত্রীরা বলছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোন সংবিধানে, যে সংবিধান কাটাছেঁড়া করেছেন? একইভাবে পাতানো নির্বাচনের চেষ্টা করছে। শেখ হাসিনার অধীনে ভোট নিরপেক্ষ হতে পারে না। জনগণের সমস্যার সমাধান করতে পারছে না সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই এই সরকারের। এই পার্লামেন্ট নিশিরাতের ভোটের পার্লামেন্ট। বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। অর্থনীতিকে স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে। টাকা পাচার করে সরকারের লোকেরা কানাডায় বেগম পাড়া বানিয়েছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘সবার আগে এই সরকারকে বিলুপ্ত করতে হবে। পার্লামেন্ট ভেঙে দিতে হবে। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে গুম করে ভারতে ফেলে রাখা হয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনা হোক। সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘দেশের জনগণই প্রমাণ করে, তারা বিএনপির সঙ্গে আছে। শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে পারে না। ভয় থেকে পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’
এদিকে বিএনপির পদযাত্রা ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দেশের মানুষের সঙ্গে সরকার উপহাস করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জিনিসপত্রের দাম বাড়িয়েছে সরকার। বর্তমানে মানুষ হাহাকার করছে। খাদ্যের অভাবে পড়ে গেছে দেশের মানুষ। সাধারণ মানুষের সঙ্গে সরকার উপহাস করছে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের আলাউল অ্যাভিনিউতে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে উত্তরা থানা বিএনপি আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ্ আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপি ও উত্তরার বিভিন্ন থানার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, ‘মন্ত্রীরা বলছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোন সংবিধানে, যে সংবিধান কাটাছেঁড়া করেছেন? একইভাবে পাতানো নির্বাচনের চেষ্টা করছে। শেখ হাসিনার অধীনে ভোট নিরপেক্ষ হতে পারে না। জনগণের সমস্যার সমাধান করতে পারছে না সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই এই সরকারের। এই পার্লামেন্ট নিশিরাতের ভোটের পার্লামেন্ট। বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে। অর্থনীতিকে স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে। টাকা পাচার করে সরকারের লোকেরা কানাডায় বেগম পাড়া বানিয়েছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘সবার আগে এই সরকারকে বিলুপ্ত করতে হবে। পার্লামেন্ট ভেঙে দিতে হবে। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে গুম করে ভারতে ফেলে রাখা হয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনা হোক। সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘দেশের জনগণই প্রমাণ করে, তারা বিএনপির সঙ্গে আছে। শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে পারে না। ভয় থেকে পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’
এদিকে বিএনপির পদযাত্রা ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারকে কীভাবে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, তা ঠিক করার পরামর্শ দিয়েছেন। আজ বুধবার ঢাকার একটি হোটেলে ‘ডেমোক্রেসি ডায়াস’ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত এক সেমিনারে তিনি এই পরামর্শ দেন।
৫ ঘণ্টা আগেজুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি, বাস্তবায়ন প্রক্রিয়া জামায়াত চায় বলে জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ‘এখন প্রশ্ন হচ্ছে, এই সনদকে আইনি মর্যাদা কীভাবে দেওয়া যাবে। আমাদের মতে, যেভাবে অতীতে পঞ্চম ও সপ্তম সংশোধনীর মাধ্যমে গণভোট ও প্রক্লেমেশন র্যাটিফাই
৬ ঘণ্টা আগেজাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে যুক্তি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টার স্বাক্ষরসহ, সংস্কার কমিশনের সব চেয়ারম্যান, ঐকমত্য কমিশনের সব সদস্য, জাতীয় নেতারা ও সব দলের প্রতিনিধির স্বাক্ষরসহ একটি সনদ তৈরি হবে—তা ওয়েবসাইটে প্রকাশিত হবে, পত্রিকায়
৮ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষার্থীরা সন্তানের চেয়ে বড়, তার দৃষ্টান্ত রেখে গেছেন মাইলস্টোনের শিক্ষক মাহরীন চৌধুরী।
৮ ঘণ্টা আগে