Ajker Patrika

সরকারপতন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: গয়েশ্বর

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৪: ৫৩
সরকারপতন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারের পতন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর সরকারের পতনের জন্য রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলন ছাড়া এই সরকারের পতন সম্ভব নয়।

আগামী ২২ অক্টোবর খুলনায় বিএনপির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন গয়েশ্বর চন্দ্র। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের শহিদ শেখ আবু নাসের (ব্যাংকুয়েট) হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আইনজীবী নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত, আজিজুল বারী হেলাল, রকিবুল ইসলাম বকুল, জেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক  আমির এজাজ খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর বলেন, ‘সরকারে ভয়ে কাঁপছে। সরকার দুর্বল হয়ে পড়েছে। এখন প্রয়োজন দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধভাবে রাজপথে তীব্র গণ-আন্দোলন। আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পতন ঘটিয়ে তবে ঘরে ফিরতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত