নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একাত্তরের মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর দোসর হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করবে সরকার। এর জন্য শিগগিরই আইন পাস করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘জামায়াতের বিচার করতে আইনের পরিবর্তন দরকার হবে। আইন সংশোধনের জন্য মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই আইনটা পাস করব। তারপর বিচার কাজ শুরু হবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে একটি দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে আবেদন করেছে গতকাল বুধবার। দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে এ আবেদন জমা দেয়। মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারাই দলটি গঠন করেছেন।
অন্য নামে জামায়াতের নিবন্ধনের বিষয়ে আজ জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘তারা নির্বাচন কমিশনে আবেদন করেছে। এটা বিচারাধীন বিষয়। নির্বাচন কমিশন বিষয়টি কীভাবে হ্যান্ডেল করে সেটা দেখতে হবে। তারপর এই বিষয়ে বক্তব্য দেব।’
আপিল বিভাগে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘প্রয়োজনে শুনানির উদ্যোগ নেব। যুদ্ধাপরাধীদের বিচার করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার এই বিচার করে দেখিয়েছে। এরই মধ্যে অনেক রায় কার্যকর হয়েছে।’
আগামী জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর চিন্তা আছে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারায় তার দণ্ডাদেশ স্থগিত রেখে শর্তযুক্তভাবে মুক্তি দেওয়া হয়েছে। তার পরিবর্তন আনার কোনো চিন্তাভাবনা সরকার করছে না।’
একাত্তরের মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর দোসর হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করবে সরকার। এর জন্য শিগগিরই আইন পাস করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘জামায়াতের বিচার করতে আইনের পরিবর্তন দরকার হবে। আইন সংশোধনের জন্য মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই আইনটা পাস করব। তারপর বিচার কাজ শুরু হবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে একটি দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে আবেদন করেছে গতকাল বুধবার। দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে এ আবেদন জমা দেয়। মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারাই দলটি গঠন করেছেন।
অন্য নামে জামায়াতের নিবন্ধনের বিষয়ে আজ জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘তারা নির্বাচন কমিশনে আবেদন করেছে। এটা বিচারাধীন বিষয়। নির্বাচন কমিশন বিষয়টি কীভাবে হ্যান্ডেল করে সেটা দেখতে হবে। তারপর এই বিষয়ে বক্তব্য দেব।’
আপিল বিভাগে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘প্রয়োজনে শুনানির উদ্যোগ নেব। যুদ্ধাপরাধীদের বিচার করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার এই বিচার করে দেখিয়েছে। এরই মধ্যে অনেক রায় কার্যকর হয়েছে।’
আগামী জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর চিন্তা আছে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারায় তার দণ্ডাদেশ স্থগিত রেখে শর্তযুক্তভাবে মুক্তি দেওয়া হয়েছে। তার পরিবর্তন আনার কোনো চিন্তাভাবনা সরকার করছে না।’
ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করে নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন। রোববার (১৯ অক্টোবর) জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে দলের প্রায় ৮০ জন মনোনয়নপ্রত্যাশী অংশ নেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেনির্বাচন কমিশনকে ‘গনিমতের মাল’ হিসেবে সেনাবাহিনী, বিএনপি ও জামায়াত ভাগ করে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।
৬ ঘণ্টা আগেহেনস্তার শিকার আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম জানান, আজ সকাল থেকে চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছিলেন তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে ভেতরে ঢুকে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলতে গেলে হট্টগোলের সময় কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করেন।
৮ ঘণ্টা আগে