Ajker Patrika

ট্রেন দুর্ঘটনায় প্রাণহানিতে বিএনপির শোক, সরকারের ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ট্রেন দুর্ঘটনায় প্রাণহানিতে বিএনপির শোক, সরকারের ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে ১টার দিকে সংবাদমাধ্যমে পাঠানো শোকবার্তায় দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। 

শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, আজ ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মস্পর্শী। হৃদয়বিদারক এই ট্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবার—পরিজনদের মতো আমিও গভীরভাবে মর্মাহত ও শোকার্ত। প্রতিনিয়ত সড়ক, রেল ও নৌ—দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানি ঘটলেও সরকারের সেদিকে ভ্রুক্ষেপ নেই। 
 
শোক বার্তায় দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনাসহ আহতদের সুচিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনা করেছেন মির্জা ফখরুল। 

উল্লেখ্য, সোমবার বিকেল পৌনে ৪টার দিকে ভৈরব স্টেশনের কাছে যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনে পেছন থেকে ধাক্কা দেয় একটি কন্টেইনারবাহী ট্রেন। এতে এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত শতাধিক। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত