ঢাবি ছাত্রদলের আলোচনা
ঢাবি প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা আয়োজিত মুক্ত আলোচনায় আওয়ামী লীগ আমলের সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের কথা তুলে ধরে ভবিষ্যতে মানবাধিকারের পক্ষে লড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণের ঐতিহাসিক বটতলায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
‘ভবিষ্যৎ বাংলাদেশের মানবাধিকার ভাবনা ও ছাত্রসমাজের ভূমিকা’-শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খান, বিকল্পধারা বাংলাদেশের নেতা নুরুল আমিন বেপারী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহমিনা রুশদি লুনা, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বিএনপির মানবাধিকার সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূইয়া, সাংবাদিক এহসান মাহমুদ, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ।
তাহমিনা রুশদি লুনা বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ মানবাধিকার কমিশন গঠন করেছিল। কিন্তু কমিশনের কাউকে তারা স্বাধীনভাবে কাজ করতে দেয়নি। উল্টো যারা মানবাধিকার নিয়ে কাজ করত, তারাই মামলা-হয়রানির শিকার হতো। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠন হয়েছে, এই সরকারের কাছে প্রত্যাশা বেশি ছিল। যারা গুম হয়েছে তাদের খুঁজে পাব—এমন প্রত্যাশা ছিল।
নুরুল আমিন বেপারী বলেন, ‘আমি ভয় পেতাম বিএনপি কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে কি না। আপনাদের সঙ্গে কথা বলে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচনে যাবেন কি না। যেখানে অন্যান্য দল আসন নিয়ে ভাগাভাগি করছিল, তখন তারেক রহমান বিজ্ঞতার পরিচয় দিয়েছেন।’
মোর্শেদ হাসান বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক—কথাটি বলার কারণে শেখ হাসিনার নির্দেশে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। আমার বিরুদ্ধে ২৭টি মামলা হয়েছে, তার মধ্যে দুটি দেশদ্রোহ মামলা। সরকারকে এর বিচার করতে হবে, নয়তো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হবে। আর ভবিষ্যতে কাউকে যেন এ রকম নির্যাতনের শিকার না হতে হয়।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিকে ইঙ্গিত করে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘দুঃখের বিষয়, বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে তাদের কোনো কর্মসূচি দেখলাম না। মানবাধিকার দিবস উপলক্ষে যদি কর্মসূচির আয়োজন করা হয়, সেখানে অবশ্যই ছাত্রদলের বীরত্বের কথা বলতে হবে। এই সাড়ে ১৫ বছরে ক্যাম্পাসে আমরা কোনো কার্যক্রম করতে পারিনি। ছাত্রলীগের বিচারকে অগ্রাধিকার দিয়ে, বিচার সম্পন্ন করে আমরা অচিরে ডাকসু নির্বাচন চাই।’
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা আয়োজিত মুক্ত আলোচনায় আওয়ামী লীগ আমলের সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের কথা তুলে ধরে ভবিষ্যতে মানবাধিকারের পক্ষে লড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণের ঐতিহাসিক বটতলায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
‘ভবিষ্যৎ বাংলাদেশের মানবাধিকার ভাবনা ও ছাত্রসমাজের ভূমিকা’-শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খান, বিকল্পধারা বাংলাদেশের নেতা নুরুল আমিন বেপারী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহমিনা রুশদি লুনা, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বিএনপির মানবাধিকার সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূইয়া, সাংবাদিক এহসান মাহমুদ, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ।
তাহমিনা রুশদি লুনা বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ মানবাধিকার কমিশন গঠন করেছিল। কিন্তু কমিশনের কাউকে তারা স্বাধীনভাবে কাজ করতে দেয়নি। উল্টো যারা মানবাধিকার নিয়ে কাজ করত, তারাই মামলা-হয়রানির শিকার হতো। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠন হয়েছে, এই সরকারের কাছে প্রত্যাশা বেশি ছিল। যারা গুম হয়েছে তাদের খুঁজে পাব—এমন প্রত্যাশা ছিল।
নুরুল আমিন বেপারী বলেন, ‘আমি ভয় পেতাম বিএনপি কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে কি না। আপনাদের সঙ্গে কথা বলে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচনে যাবেন কি না। যেখানে অন্যান্য দল আসন নিয়ে ভাগাভাগি করছিল, তখন তারেক রহমান বিজ্ঞতার পরিচয় দিয়েছেন।’
মোর্শেদ হাসান বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক—কথাটি বলার কারণে শেখ হাসিনার নির্দেশে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়েছিল। আমার বিরুদ্ধে ২৭টি মামলা হয়েছে, তার মধ্যে দুটি দেশদ্রোহ মামলা। সরকারকে এর বিচার করতে হবে, নয়তো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হবে। আর ভবিষ্যতে কাউকে যেন এ রকম নির্যাতনের শিকার না হতে হয়।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিকে ইঙ্গিত করে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘দুঃখের বিষয়, বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে তাদের কোনো কর্মসূচি দেখলাম না। মানবাধিকার দিবস উপলক্ষে যদি কর্মসূচির আয়োজন করা হয়, সেখানে অবশ্যই ছাত্রদলের বীরত্বের কথা বলতে হবে। এই সাড়ে ১৫ বছরে ক্যাম্পাসে আমরা কোনো কার্যক্রম করতে পারিনি। ছাত্রলীগের বিচারকে অগ্রাধিকার দিয়ে, বিচার সম্পন্ন করে আমরা অচিরে ডাকসু নির্বাচন চাই।’
সংস্কার কমবেশির শর্ত দিয়ে অন্তর্বর্তী সরকারের দিক থেকে ঘুরেফিরে বারবার বলা হচ্ছে, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু জুন পর্যন্ত সময় দিতে নারাজ বিএনপি। দলটির দাবি, সংস্কারের জন্য নির্বাচন বিলম্ব করার কোনো কারণ নেই। ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায়...
৬ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলছেন, ‘দেশে ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ আবার কিন্তু ভয়াবহ ফ্যাসিবাদ তৈরি করবে। একটা ভয়ংকর ফ্যাসিবাদ তৈরি করতে চাইবে। এ সুযোগ দেশের মানুষ আর কখনো দেবে না, দিতে চায় না। সে জন্য এই সরকারকে আরও বেশি তৎপর হতে হবে।’ আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর
১০ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এনফ্রেলের প্রতিনিধিদল। আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করে তারা।
১২ ঘণ্টা আগেসমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও গার্মেন্টসশ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জের রবিনটেক্স গার্মেন্টসের গ্রেপ্তার শ্রমিকদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি
১৫ ঘণ্টা আগে