Ajker Patrika

নিজ কেন্দ্রে ৯৭ শতাংশের বেশি ভোট পেয়েছেন সাকিব

মাগুরা প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০১: ০২
Thumbnail image

মাগুরায় সাকিব আল হাসান প্রথম ভোট দিলেন নিজের কেন্দ্র দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সকাল ৮টায় ভোট দেন তিনি। 

প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার জানান, এই কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ৪৪৪টি। যা মোট ভোটের ৫৩ শতাংশ। এর মধ্যে সাকিব পেয়েছেন ১ হাজার ৪০৭টি ভোট। সে হিসাবে বাক্সে জমা পড়া ব্যালটের ৯৭ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি।

দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন সাকিব। ছবি: আজকের পত্রিকাএই ভোটকেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮১৮ জন। যেখানে নারী ১ হাজার ৫২৫ ও পুরুষ ভোটার ১ হাজার ৩৯৩ জন।

মাগুরা-১ আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচন করছেন সাকিব। নিজের ভোটকেন্দ্রটি বাড়ি থেকে হাঁটা পথের দূরত্ব।

কেন্দ্রের ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার বলেন, ‘সাকিব ভোট দিয়েছেন সকাল ৮টায়। প্রচণ্ড শীত থাকায় তখন ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত