Ajker Patrika

জনগণের জন্যই নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি: চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৭: ৩২
জনগণের জন্যই নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি: চুন্নু

নির্বাচনের পরিবেশ সন্তোষজনক জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। আজ রোববার বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

চুন্নু বলেন, ‘আমরা নির্বাচন করছি ২৮৩টি আসনে। সেখানে অন্য কোনো দলের প্রার্থী আছে নাকি স্বতন্ত্র প্রার্থী আছে, না বিদ্রোহী প্রার্থী আছে—সে নিয়ে আমরা চিন্তা করছি না। আমরা যুদ্ধ করে যাব।’

জাপা মহাসচিব বলেন, ‘নির্বাচনের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন ও সরকার আমাদের আশ্বাস দিয়েছিল। আমাদের আস্থা এসেছে যে তারা নির্বাচনটা ভালোভাবে করবে। সে লক্ষ্যে সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করে যাচ্ছে। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে নির্বাচন হওয়ার আগপর্যন্ত ভালো নির্বাচনের জন্য যা যা সহযোগিতা করার তা করবে। আমি জাপা চেয়ারম্যানের পক্ষ থেকে সব প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করব। নির্বাচন যাতে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, সেই লক্ষ্যে কাজ করে যাব। আমরা আশাবাদী গণতন্ত্রকে রক্ষার জন্য দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।’ 

জাতীয় পার্টির ওপর কোনো চাপ নেই জানিয়ে চুন্নু বলেন, দেশের জনগণের জন্যই নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। আজ রোববার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জি এম কাদের পক্ষে প্রত্যাহারপত্র জমা দেন দলটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। গত ১৭ জুলাই এ আসনে উপনির্বাচনে বিজয়ী হন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত