Ajker Patrika

মনিরামপুরে ছাত্রলীগের কর্মী সভা ও ইফতার মাহফিল 

মনিরামপুরে ছাত্রলীগের কর্মী সভা ও ইফতার মাহফিল 

যশোরের মনিরামপুরে ছাত্রলীগের কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগ এ সভার আয়োজন করে। 

মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন লিমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন, উপ গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তন্ময় দেবনাথ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অতনু বর্মণ, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব। 

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক  মুরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন ও ফজলুর রহমানের পরিচালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, জেলা ছাত্রলীগের সহসভাপতি কায়েস আহম্মেদ, রাজু রানা, রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, এসএম রিয়েল, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সদস্য সানজিদা জেরিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, বাপ্পী কণ্ডু, কলেজ ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান দ্বীপ, আবু সুফিয়ান আল মামুন, অলিয়ার রহমান, মোজাফ্ফর হোসেন, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান জনি প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন বাধাদানকারী ও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ছাত্রলীগ নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। স্বাধীনতা সংগ্রামসহ দেশের যে কোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগের গৌরবান্বিত ইতিহাস রয়েছে। সেই ইতিহাস ধরে রাখতে সর্বদা প্রস্তুত ছাত্রলীগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত