Ajker Patrika

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ০৮
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত: মির্জা ফখরুল 

পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিবেশী ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান । 

মির্জা ফখরুল বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, তাকে কী করে আরও গভীর ও দৃঢ় করা যায়, সে বিষয়ে আলাপ হয়েছে। তাদের (ভারত) মূল বক্তব্য হচ্ছে, তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। এই সম্পর্কের মধ্যে কী করে আরও সুস্থতা, আরও ইতিবাচকতা নিয়ে আসা যায়, সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী।’ 

এর আগে বিকেল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীও অংশ নেন। 

সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহের কথা জানিয়ে ফখরুল বলেন, ‘ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের প্রতিনিধিরা এ ব্যাপারে যোগাযোগ করেছেন। একই সঙ্গে বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তাঁরা সম্পর্ক দৃঢ় করতে চায়।’ 

পানি সমস্যা ও সীমান্তে হত্যাকাণ্ডসহ আরও কিছু বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। 

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। পানি নিয়ে সমস্যার কথা বলেছি, সীমান্তে হত্যা বন্ধ করা প্রয়োজন, সে কথাটি আমরা বলেছি। সেই সঙ্গে দুই দেশের নিরাপত্তার বিষয়েও আমরা কথা বলেছি। 

তাঁরা বলেছেন, ‘এই বিষয়গুলোতে তাঁরা সজাগ এবং চেষ্টা করছেন কীভাবে দ্রুততার সঙ্গে এই সমস্যাগুলোর সমাধান করা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত