নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংসদে বিএনপিকে উদ্দেশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ওনারা কি পাকিস্তানে থাকেন যে ওখান থেকে ওনাদের নির্বাচনে আনতে হবে? ওনারা চাইলেই নির্বাচনে অংশ নিতে পারেন।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশন সচিবালয়ের অর্থ বরাদ্দের প্রস্তাবে ছাঁটাইয়ের আলোচনায় সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে এ কথা বলেন আইনমন্ত্রী।
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্যদের দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রায়ের এক সুত বাইরেও এই সরকার যাবে না। কারণ আমরা আইনে বিশ্বাসী।’
পদ্মা সেতু নিয়ে সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানার আলোচনা-সমালোচনার জবাব দিতে গিয়ে মন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমরা অবশ্যই পদ্মা সেতু নিয়ে আলোচনা করব। কারণ স্বাধীনতার পর পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। আমরা পদ্মা সেতু নিয়ে আলোচনা করব না কি ওনার কাপড় নিয়ে আলোচনা করব? আমি তা করব না।’
এ সময় পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে ষড়যন্ত্রের প্রমাণ দিতে গিয়ে আইনমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের তথাকথিত নিরপেক্ষ তদন্ত টিমের লোকজন প্রথম দিন দিনের বেলায় আমাদের সঙ্গে মিটিং করে। ওই দিন রাতের বেলা বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রতিনিধির বাসায় ওনারা ডিনার করেন। পরদিন আমরা পত্রিকায় দেখেছি ওই ডিনারে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ইউনূস, ড. কামাল হোসেন, ব্র্যাকের মঞ্জুর কাদের। পরদিন যখন আমাদের সঙ্গে মিটিং করতে আসেন তখন ওনারা খুব হম্বিতম্বি করেন। এটাই হচ্ছে ষড়যন্ত্রের প্রমাণ।’
সংসদে বিএনপিকে উদ্দেশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ওনারা কি পাকিস্তানে থাকেন যে ওখান থেকে ওনাদের নির্বাচনে আনতে হবে? ওনারা চাইলেই নির্বাচনে অংশ নিতে পারেন।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশন সচিবালয়ের অর্থ বরাদ্দের প্রস্তাবে ছাঁটাইয়ের আলোচনায় সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে এ কথা বলেন আইনমন্ত্রী।
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্যদের দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রায়ের এক সুত বাইরেও এই সরকার যাবে না। কারণ আমরা আইনে বিশ্বাসী।’
পদ্মা সেতু নিয়ে সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানার আলোচনা-সমালোচনার জবাব দিতে গিয়ে মন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমরা অবশ্যই পদ্মা সেতু নিয়ে আলোচনা করব। কারণ স্বাধীনতার পর পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। আমরা পদ্মা সেতু নিয়ে আলোচনা করব না কি ওনার কাপড় নিয়ে আলোচনা করব? আমি তা করব না।’
এ সময় পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে ষড়যন্ত্রের প্রমাণ দিতে গিয়ে আইনমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের তথাকথিত নিরপেক্ষ তদন্ত টিমের লোকজন প্রথম দিন দিনের বেলায় আমাদের সঙ্গে মিটিং করে। ওই দিন রাতের বেলা বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রতিনিধির বাসায় ওনারা ডিনার করেন। পরদিন আমরা পত্রিকায় দেখেছি ওই ডিনারে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ইউনূস, ড. কামাল হোসেন, ব্র্যাকের মঞ্জুর কাদের। পরদিন যখন আমাদের সঙ্গে মিটিং করতে আসেন তখন ওনারা খুব হম্বিতম্বি করেন। এটাই হচ্ছে ষড়যন্ত্রের প্রমাণ।’
গত বছররে জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানে অসামান্য অবদান রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শতাধিক নেতা-কর্মীকে সম্মাননা দেবে জাতীয়তাবাদী যুবদল।
১৩ মিনিট আগেজাতীয় পার্টির (জাপা) গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি, দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ অন্য নেতাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে আয়োজিত সমাবেশে পুলিশের বাধার অভিযোগ তুলেছেন দলটির নেতারা। তবে রমনা থানা-পুলিশের দাবি, তারা কোনো বাধা দেয়নি, বরং
১৫ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিলের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
১৬ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সার্জারির নেতৃত্বে থাকা ডা. জাহাঙ্গীর কবির। তিনি আরও জানিয়েছেন, আগামী তিন দিন তিনি আইসিইউতে থাকবেন। এরপর তাঁকে কেবিনে নিয়ে আসা হবে।
১৬ ঘণ্টা আগে