Ajker Patrika

নেতা-কর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশনা শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২১: ৩৭
Thumbnail image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে ফল গণনার কাজ। আজ রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। বিভিন্ন আসনে ভোট গণনা শেষে একে একে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে। বেশির ভাগ আসনেই জয়ী হচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। নেতা-কর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে ফলাফল ঘোষণার পর কোনো প্রকার বিজয় মিছিল না করার এবং অন্য প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা বা আত্মকলহে লিপ্ত না হওয়ার জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ওবায়দুল কাদের বলেন, ‘সারা দেশে উৎসবমুখরভাবে ভোট দিয়েছেন মানুষ। কোনো ধরনের সহিংসতা হয়নি। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে, কোনো ধরনের ভয়ভীতি দেখানো হয়নি। এ নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে। আমরা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে পেরেছি। আশা করি, নৌকা মার্কা আবারও বিজয়ী হবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের প্রতি সমর্থন দিয়েছে। এরই মধ্যে সিইসি বলেছেন, ৪০ শতাংশের বেশি ভোট পড়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত