নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধা কোথায় তা জানতে বিচারপতিদের উদ্দেশে প্রশ্ন করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তির’ দাবিতে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ প্রশ্ন তোলেন তিনি। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ মানববন্ধনের আয়োজন করে।
বিচারপতিদের উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারাবন্দী। প্রচলিত আইনে তার জামিন পাওয়ার সব ধরনের অধিকার আছে। কিন্তু বিচারপতিরা কেন তাঁকে মুক্তি দিচ্ছেন না? খালেদা জিয়াকে মুক্তিতে বাধা কোথায়? তাঁর সঙ্গে আপনাদের আচরণ জনগণ মনে রাখবে।
এ সময় তিনি হুঁশিয়ার করে আরও বলেন, একদিন আপনাদেরও বিচার হবে, সেই বিচার হবে রাজপথে, তখন লুকিয়েও পালাতে পারবেন না।
মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় সরকার গুম, খুন, অপহরণ, ধর্ষণ, সন্ত্রাস চালিয়ে রাষ্ট্রে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে জনগণকে স্তব্ধ করার চেষ্টা করছে অভিযোগ করেন জাগপার সাধারণ সম্পাদক এসএম শাহাদাত বলেন, আইন প্রয়োগকারী সংস্থাকে তারা প্রাইভেট বাহিনীতে পরিণত করে রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। স্বাধীনভাবে রাজনীতি যেন এখন অতীত ইতিহাস। মানুষের জানমাল ও চলাচলে কোনো স্বাধীনতা নেই, কোনো নিরাপত্তা নেই।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের জন্য এক আতঙ্কের নাম। বাংলাদেশের জনগণের ভরসা ও আস্থার প্রতীক তিনি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে এবং জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন মিথ্যাচার করছে।
জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, ঢাকা মহানগর সভাপতি মেহাম্মদ হোসেন মোবারক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আজাদসহ প্রমুখ।
খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধা কোথায় তা জানতে বিচারপতিদের উদ্দেশে প্রশ্ন করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তির’ দাবিতে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ প্রশ্ন তোলেন তিনি। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ মানববন্ধনের আয়োজন করে।
বিচারপতিদের উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কারাবন্দী। প্রচলিত আইনে তার জামিন পাওয়ার সব ধরনের অধিকার আছে। কিন্তু বিচারপতিরা কেন তাঁকে মুক্তি দিচ্ছেন না? খালেদা জিয়াকে মুক্তিতে বাধা কোথায়? তাঁর সঙ্গে আপনাদের আচরণ জনগণ মনে রাখবে।
এ সময় তিনি হুঁশিয়ার করে আরও বলেন, একদিন আপনাদেরও বিচার হবে, সেই বিচার হবে রাজপথে, তখন লুকিয়েও পালাতে পারবেন না।
মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় সরকার গুম, খুন, অপহরণ, ধর্ষণ, সন্ত্রাস চালিয়ে রাষ্ট্রে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে জনগণকে স্তব্ধ করার চেষ্টা করছে অভিযোগ করেন জাগপার সাধারণ সম্পাদক এসএম শাহাদাত বলেন, আইন প্রয়োগকারী সংস্থাকে তারা প্রাইভেট বাহিনীতে পরিণত করে রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। স্বাধীনভাবে রাজনীতি যেন এখন অতীত ইতিহাস। মানুষের জানমাল ও চলাচলে কোনো স্বাধীনতা নেই, কোনো নিরাপত্তা নেই।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের জন্য এক আতঙ্কের নাম। বাংলাদেশের জনগণের ভরসা ও আস্থার প্রতীক তিনি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে এবং জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন মিথ্যাচার করছে।
জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, ঢাকা মহানগর সভাপতি মেহাম্মদ হোসেন মোবারক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আজাদসহ প্রমুখ।
ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানানোর পাশাপাশি সহযোগিতাও করবে। কিন্তু সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ সেটা মেনে নেবে না বলেও সতর্ক করেছেন বিএনপির মহাসচিব।
৪ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ না থাকলে জুলাই অভ্যুত্থান সফল হতো না। অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র গঠনেও নারীর অংশগ্রহণ জরুরি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
৪ ঘণ্টা আগেদাবি-দাওয়ার নামে দেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও স্বৈরাচারের প্রেতাত্মারা রয়ে গেছে। তারা নানান দাবি-দাওয়ার নামে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে
৬ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীরা। জোটের নেতারা বলেছেন, সরকার গত সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ১৪ জন নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করে গণ-অভ্যুত্থানের
৬ ঘণ্টা আগে