Ajker Patrika

মাদকাসক্তি ও ত্রাণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে মনোনয়ন পুনর্বিবেচনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদকাসক্তি ও ত্রাণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে মনোনয়ন পুনর্বিবেচনা

দ্বিতীয় দফায় অনুষ্ঠিত আটশো ৪৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের প্রার্থী চূড়ান্ত করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে পাঁচ বিভাগের প্রায় সব জেলার প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। তবে এরই মধ্যে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে নানান অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তের মনোনয়ন পুনর্বিবেচনা করবে দলটি। 

শনিবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এমনটি আলোচনা হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন। তাঁরা বলছেন, ইউপি নির্বাচনে চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন এমন প্রার্থীর নামে সত্য ও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে এবং তা প্রমাণিত হলে সে ক্ষেত্রে প্রার্থী পরিবর্তনের সুযোগ রয়েছে। মনোনয়ন বোর্ডে যাচাই-বাছাই ভুলও হতে পারে ফলে সংশোধনেরও সুযোগ রাখা আছে। এ জন্য ধানমন্ডির কার্যালয়ে অভিযোগ জমা দেওয়ার সুযোগ রাখা আছে। অভিযোগগুলো মনোনয়ন বোর্ডে উপস্থাপন করা হয়। এরপর যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত হলেই ব্যবস্থা নেওয়া হবে। 

সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, চূড়ান্তভাবে মনোনীত কারও বিরুদ্ধে অভিযোগ আসলে এবং তার সত্যতা মিললে মনোনয়ন ফেরত নেওয়া হবে। আমরা করেনাকালে কোনো জনপ্রতিনিধির নাম অনিয়মের অভিযোগ, মাদক ব্যবসা অথবা মাদকাসক্ত এমন অভিযোগকে গুরুত্ব দিচ্ছি। এসব অভিযোগ আমলে নিয়ে যাচাই-বাছাইও চলছে। 

নেতারা বলেন, করোনাকালে ত্রাণ বিতরণের সময় কিছু জনপ্রতিনিধির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁদের বিষয়ে বিভিন্ন প্রতিবেদন সংগ্রহও করা হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ সত্যতা পাওয়া যাবে, তিনি যতই জনপ্রিয় হোন না কেন মনোনয়ন দেওয়া হবে না। এ ছাড়া একাধিকবার নির্বাচিত হয়েছেন এমন অজনপ্রিয়দের মনোনয়ন না দেওয়ার কথা বলেছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। 

সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বলেন, করোনাকালসহ বিভিন্ন সময়ে যারা অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন এমন বর্তমান কোনো চেয়ারম্যানকেই মনোনয়ন দেওয়া হচ্ছে না। এ ছাড়া একের অধিকবার নির্বাচিত চেয়ারম্যানদেরও মনোনয়ন দিতে চান না দলীয় সভাপতি শেখ হাসিনা। 

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মনে করেন বর্তমান চেয়ারম্যানরা অজনপ্রিয় হয়ে পড়েন। ফলে তাদের মনোনয়ন দেওয়া হলে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত