Ajker Patrika

ইসির সঙ্গে সংলাপে ইসলামী ঐক্যজোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৪: ০৬
ইসির সঙ্গে সংলাপে ইসলামী ঐক্যজোট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসেছে ইসলামী ঐক্যজোট। আজ মঙ্গলবার দুপুর ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় বসেন। 

এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ ছাড়া কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারসহ অন্য কমিশনারও উপস্থিত রয়েছেন। সংলাপে স্বাগত বক্তব্যে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় ইসি। যাতে ভোটাররা কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। 

সংলাপে ভোটের নির্বিঘ্ন পরিবেশ তৈরি, স্পর্শকাতর এলাকায় সেনা মোতায়েন, ভোটে কালো টাকার প্রভাব বন্ধ, জনগণের আস্থা অর্জন, ইভিএম ব্যবহারসহ ১১ দফা দাবি জানায় ইসলামী ঐক্যজোট।
তৃতীয় দিনের সংলাপে এর আগে কল্যাণ পার্টি আমন্ত্রিত থাকলেও দলটি অংশ নেয়নি। 

গত রোববার থেকে সংলাপ শুরু করেছে ইসি। এরই মধ্যে দুই দিনে সাতটি দল সাংবিধানিক এই সংস্থার সঙ্গে আলোচনায় বসে। রোববার প্রথম দিনে সংলাপে অংশ নেয়নি বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

এদিকে আজ মঙ্গলবার আরও দুটি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এসব দলের মধ্যে বেলা আড়াইটায় বাংলাদেশ খেলাফত মজলিশ ও বিকেল ৪টায় বাংলাদেশ সাম্যবাদী দলের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত