নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৫ আগস্ট ও ২১ আগস্টের নিহতদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত স্মরণসভায় এ দাবি করেন তিনি।
জিয়াউর রহমানকে ১৫ আগস্টের মাস্টারমাইন্ড দাবি করে তাঁর মরণোত্তর বিচারের জন্য জাতীয় তদন্ত কমিশনের দাবি জানিয়ে শেখ পরশ বলেন, ‘ন্যক্কারজনক হত্যাকাণ্ডের মূল হোতা ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে হবে। এই জাতীয় কমিশনই হবে জিয়ার মরণোত্তর বিচারের সর্বপ্রথম ধাপ এবং প্রাথমিক পদক্ষেপ।’
শেখ পরশ বলেন, ‘যত দিন তদন্ত কমিশনের ফলাফল না বের হবে, তত দিন খুনিরা পর্দার অন্তরালে থেকে যাবে এবং এই বাংলাদেশে হত্যার রাজনীতির ষড়যন্ত্র অব্যাহত থাকবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে হুকুম দিয়ে দলটির নেতা-কর্মীদের নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাচ্ছে উল্লেখ করে শেখ পরশ বলেন, ‘তারেক জিয়ার মতো একজন কাপুরুষের নেতৃত্বের কারণে বিএনপি আজ সন্ত্রাসী সংগঠন হিসেবে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হতে চলেছে।’
শেখ পরশ বলেন, ‘দুর্নীতি ও ২১ আগস্ট হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, খুনি জিয়াউর রহমানের কুপুত্র তারেক রহমানকে অনতিবিলম্বে কান ধরে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে এই বাংলার মাটিতে। তাহলেই এসব হত্যার রাজনীতি থেকে এই দেশ চিরতরে মুক্তি পাবে।’
বিএনপি-জামায়াত শেখ হাসিনা এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দাবি করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘এই জামায়াতকে প্রতিহত করতে যুবলীগই যথেষ্ট। যদি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে রাজপথে নামে, তাহলে বিএনপি-জামায়াত পালানোর পথ খুঁজে পাবে না।’
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় আরও বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, মৃণাল কান্তি জোদ্দার, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ প্রমুখ।
১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৫ আগস্ট ও ২১ আগস্টের নিহতদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত স্মরণসভায় এ দাবি করেন তিনি।
জিয়াউর রহমানকে ১৫ আগস্টের মাস্টারমাইন্ড দাবি করে তাঁর মরণোত্তর বিচারের জন্য জাতীয় তদন্ত কমিশনের দাবি জানিয়ে শেখ পরশ বলেন, ‘ন্যক্কারজনক হত্যাকাণ্ডের মূল হোতা ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে হবে। এই জাতীয় কমিশনই হবে জিয়ার মরণোত্তর বিচারের সর্বপ্রথম ধাপ এবং প্রাথমিক পদক্ষেপ।’
শেখ পরশ বলেন, ‘যত দিন তদন্ত কমিশনের ফলাফল না বের হবে, তত দিন খুনিরা পর্দার অন্তরালে থেকে যাবে এবং এই বাংলাদেশে হত্যার রাজনীতির ষড়যন্ত্র অব্যাহত থাকবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে হুকুম দিয়ে দলটির নেতা-কর্মীদের নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাচ্ছে উল্লেখ করে শেখ পরশ বলেন, ‘তারেক জিয়ার মতো একজন কাপুরুষের নেতৃত্বের কারণে বিএনপি আজ সন্ত্রাসী সংগঠন হিসেবে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হতে চলেছে।’
শেখ পরশ বলেন, ‘দুর্নীতি ও ২১ আগস্ট হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, খুনি জিয়াউর রহমানের কুপুত্র তারেক রহমানকে অনতিবিলম্বে কান ধরে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে এই বাংলার মাটিতে। তাহলেই এসব হত্যার রাজনীতি থেকে এই দেশ চিরতরে মুক্তি পাবে।’
বিএনপি-জামায়াত শেখ হাসিনা এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দাবি করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘এই জামায়াতকে প্রতিহত করতে যুবলীগই যথেষ্ট। যদি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে রাজপথে নামে, তাহলে বিএনপি-জামায়াত পালানোর পথ খুঁজে পাবে না।’
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় আরও বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, মৃণাল কান্তি জোদ্দার, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ প্রমুখ।
বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপনিবেশে পরিণত করতে সরকার নতজানু ভূমিকা পালন করছে— এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
১৪ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ এবং এই ঘটনায় যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
১৪ ঘণ্টা আগেচার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
১৬ ঘণ্টা আগেআজ শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংখ্যানুপাতিক হারে ভোটের (পিআর) নামে দেশে জগাখিচুড়ি চলছেও বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশে এখন একটা জগাখিচুড়ির ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল, তারা বিভিন্নরকম কথা বলতে...
১৯ ঘণ্টা আগে