নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি বাংলাদেশকে ভিখারি রাষ্ট্রে পরিণত করেছিল বলে দাবি করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ৭৫-পরবর্তী সরকার দেশকে প্রায় ৫০ বছর পিছিয়ে দিয়েছে। তারা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ না করে নিজেদের উন্নয়ন করেছে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বটতলীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ মাঠে পুনর্ভবা নদীখননকাজ উদ্বোধন উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমান সরকারকে উন্নয়নের রোড মডেল আখ্যায়িত করে নৌ প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতা কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, ৭৫-পরবর্তী সরকার বিদেশ থেকে খাদ্য আমদানি করত। আর বর্তমান সরকারে কার্যকর পদক্ষেপে খাদ্য চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘একসময় দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অর্থ বরাদ্দের জন্য বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরতে হতো। কিন্তু আজকে অর্থমন্ত্রীকে কারও দ্বারে দ্বারে ঘুরতে হয় না। বাংলাদেশ আজকে সক্ষমতা অর্জন করেছে। বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে আমাদের গর্বের স্থাপনা পদ্মা সেতু বাস্তবায়ন করেছি।’
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ মনোরঞ্জন শীল গোপাল। আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আঃ ওয়ারেজ, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়ারেছ প্রমুখ।
মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)–এর তত্ত্বাবধানে পুনর্ভবা নদী খননেরকাজ আগামী দুই বছরে শেষ হবে। এর ফলে এটি তৃতীয় শ্রেণির নেভিগেশন রুটে উন্নীত হবে। নদীতে আবার পণ্যবাহী জলযান দেখা যাবে। শুষ্ক মৌসুমে নদীতে পানি থাকার কারণে কৃষি কার্যক্রম বৃদ্ধি পাবে, মৎস্য চাষে সুবিধা হবে এবং পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়।
বিএনপি বাংলাদেশকে ভিখারি রাষ্ট্রে পরিণত করেছিল বলে দাবি করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ৭৫-পরবর্তী সরকার দেশকে প্রায় ৫০ বছর পিছিয়ে দিয়েছে। তারা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ না করে নিজেদের উন্নয়ন করেছে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বটতলীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ মাঠে পুনর্ভবা নদীখননকাজ উদ্বোধন উপলক্ষে শনিবার আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমান সরকারকে উন্নয়নের রোড মডেল আখ্যায়িত করে নৌ প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতা কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, ৭৫-পরবর্তী সরকার বিদেশ থেকে খাদ্য আমদানি করত। আর বর্তমান সরকারে কার্যকর পদক্ষেপে খাদ্য চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘একসময় দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অর্থ বরাদ্দের জন্য বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরতে হতো। কিন্তু আজকে অর্থমন্ত্রীকে কারও দ্বারে দ্বারে ঘুরতে হয় না। বাংলাদেশ আজকে সক্ষমতা অর্জন করেছে। বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে আমাদের গর্বের স্থাপনা পদ্মা সেতু বাস্তবায়ন করেছি।’
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ মনোরঞ্জন শীল গোপাল। আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আঃ ওয়ারেজ, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়ারেছ প্রমুখ।
মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)–এর তত্ত্বাবধানে পুনর্ভবা নদী খননেরকাজ আগামী দুই বছরে শেষ হবে। এর ফলে এটি তৃতীয় শ্রেণির নেভিগেশন রুটে উন্নীত হবে। নদীতে আবার পণ্যবাহী জলযান দেখা যাবে। শুষ্ক মৌসুমে নদীতে পানি থাকার কারণে কৃষি কার্যক্রম বৃদ্ধি পাবে, মৎস্য চাষে সুবিধা হবে এবং পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়।
ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো আদালত ন্যায়বিচার করতে পারছেন না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
২০ ঘণ্টা আগেএই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে আজ সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আজকের বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক—আমি এই দাবি করছি।’ বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের
২১ ঘণ্টা আগেবিএনপি নেতা ইশরাক হোসেনকে ‘ম্যাচিউরড’ রাজনীতি করার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস বলেন, ‘ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি একেবারেই আবেগের বশবর্তী হয়ে বক্তব্য দিয়েছেন। তাঁর বক্তব্যের মধ্যে পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো
১ দিন আগেঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেল ৫টার দিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন
১ দিন আগে