Ajker Patrika

মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ২২: ২৩
মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আগামী রোববার সকাল ১০টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সকল প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চার দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে ৩ হাজার ৩৬২টি। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লক্ষ টাকা। 

আর দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার থেকে সংসদীয় দলের বৈঠক করে। প্রথম দুই দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। 

বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের একাধিক নেতা জানান, দ্বাদশ জাতীয় নির্বাচন দলের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সেখানে সাংগঠনিক দিকনির্দেশনা দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত