Ajker Patrika

যুবদল নেতা শামীমের শরীরে আঘাত নেই, হৃদ্‌রোগে মৃত্যু হতে পারে: পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে মৃত্যু হয় যুবদল নেতা শামীম মোল্লার। যুবদল নেতা শামীমের শরীরে আঘাত নেই বলে দাবি করেছেন হাসপাতালের পরিচালক পুলিশের উপমহাপরিদর্শক মো. রেজাউল হায়দার। তাঁর মরদেহ আজ শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

হাসপাতালের পরিচালক পুলিশের উপমহাপরিদর্শক মো. রেজাউল হায়দার বলেন, ‘শামীমকে অচেতন অবস্থায় রাস্তা থেকে তুলে আনেন কয়েকজন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’ 

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী দাবি করেন—আজ শনিবার দুপুরে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ গুলি করে। পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় শামীম মোল্লার।

শামীম মোল্লার বাবার নাম ইউসুফ মোল্লা। তিনি মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের সভাপতি বলে জানান কাদের গনি চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত