Ajker Patrika

গানের শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে জোর দাবি নায়েবে আমির মুজিবুরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ০৪
আজ বুধবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত
আজ বুধবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

গানের শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আগত সম্মিলিত নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের সমন্বয়কদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের বার্তা প্রেরক মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃবিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃবিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়ে বলেন, গানের শিক্ষক নিয়োগ না দিয়ে বরং ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে সৎ, ধার্মিক ও দেশপ্রেমিক নাগরিক তৈরির পদক্ষেপ নিতে হবে।

নায়েবে আমির আজ বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আগত সম্মিলিত নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের সমন্বয়কদের সঙ্গে আলাপকালে এ বক্তব্য দিয়েছিলেন। এ সময় উপস্থিত ছিলেন নন-এমপিওভুক্ত সম্মিলিত ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মমিনুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক মো. মিজানুল হক মামুন, সমন্বয়ক আবদুস সালাম, সমন্বয়ক আবতাবুল আলম, সমন্বয়ক এনামুল হক, সমন্বয়ক হাবিব প্রমুখ।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের আমলে অন্তর্ভুক্ত সমকামিতাসহ সব ইসলামবিরোধী বিষয় সিলেবাস থেকে বাদ দিতে হবে। নীতি ও আদর্শবান নাগরিক গড়ে তোলার জন্য শিক্ষার সব স্তরে ইসলামী শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তাহলেই দেশে সৎ মানুষ তৈরি হবে এবং দেশে শান্তি ফিরে আসবে।

প্রধান প্রধান রাজনৈতিক দলের শিক্ষাবিষয়ক প্রতিনিধিদের নিয়ে শিক্ষাবিষয়ক একটি ফোরাম গঠন করে তাদের নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তসহ শিক্ষাক্ষেত্রে বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে তা সমাধানের দ্রুত পদক্ষেপ নিতে হবে।

২৩ সেপ্টেম্বর সর্বদলীয় শিক্ষাবিষয়ক প্রতিনিধিদের নিয়ে ফোরাম গঠনের পদক্ষেপ নেওয়া হয় এবং পরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ক্ষেত্রে জোরালোভাবে পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত