Ajker Patrika

বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৭: ০১
বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দপ্তর থেকে জানানো হয়েছে। মঞ্জুকে অব্যাহতি দিয়ে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

আজ শনিবার দুপুরে এক চিঠিতে মঞ্জুকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। 

অব্যাহতির চিঠি পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মঞ্জু নিজেই। তিনি জানান, তিনি এখনো হাতে চিঠি পাননি। তবে দুপুরে তাঁকে হোয়াটসআপে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতির সিদ্ধান্ত প্রসঙ্গে নজরুল ইসলাম মঞ্জুর অভিযোগ, এ সিদ্ধান্ত নিয়ে তাঁর সঙ্গে অবিচার করা হয়েছে। তাঁর দাবি, সত্য বলার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলে দুর্বৃত্তায়ন হচ্ছে এবং দল পুনর্গঠন প্রক্রিয়ায় অস্বচ্ছতা হচ্ছে জানানোর কারণেই তাঁর বিরুদ্ধে এমন শাস্তি এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত