উত্তরা (ঢাকা) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সহকারী একান্ত ব্যক্তিগত সচিব (এপিএস) মো. আব্দুল হান্নান।
গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উত্তরা পশ্চিম থানায় এ সাধারণ ডায়েরি করা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান।
সাধারণ ডায়েরিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের উত্তরা ৭ নম্বর সেক্টরের বাসায় অবস্থানকালে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টা ৩ মিনিটে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে মেসেজ প্রদানের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।
কথামতো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত না থাকলে, জাতীয় পার্টির চেয়ারম্যান, তাঁর পরিবার ও আত্মীয়স্বজনদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ অবস্থায় চেয়ারম্যান, তাঁর পরিবার-পরিজন ও আত্মীয়স্বজন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘জি এম কাদের সাহেবকে হোয়াটসঅ্যাপে মেসেজ (বার্তা) পাঠিয়ে একটি হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর ব্যক্তিগত কর্মকর্তা বাদী হয়ে একটি জিডি করেছেন।’
কে বা কারা এবং কেন হুমকি দিয়েছেন, এমন প্রশ্নের জবাবে ওসি হাসান বলেন, ‘নির্বাচনকেন্দ্রিক হুমকির ঘটনা ঘটেছে। কে বা কারা দিয়েছে, তাকে শনাক্ত করার জন্য আমরা কাজ করছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সহকারী একান্ত ব্যক্তিগত সচিব (এপিএস) মো. আব্দুল হান্নান।
গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উত্তরা পশ্চিম থানায় এ সাধারণ ডায়েরি করা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান।
সাধারণ ডায়েরিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের উত্তরা ৭ নম্বর সেক্টরের বাসায় অবস্থানকালে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টা ৩ মিনিটে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে মেসেজ প্রদানের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।
কথামতো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত না থাকলে, জাতীয় পার্টির চেয়ারম্যান, তাঁর পরিবার ও আত্মীয়স্বজনদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ অবস্থায় চেয়ারম্যান, তাঁর পরিবার-পরিজন ও আত্মীয়স্বজন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘জি এম কাদের সাহেবকে হোয়াটসঅ্যাপে মেসেজ (বার্তা) পাঠিয়ে একটি হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর ব্যক্তিগত কর্মকর্তা বাদী হয়ে একটি জিডি করেছেন।’
কে বা কারা এবং কেন হুমকি দিয়েছেন, এমন প্রশ্নের জবাবে ওসি হাসান বলেন, ‘নির্বাচনকেন্দ্রিক হুমকির ঘটনা ঘটেছে। কে বা কারা দিয়েছে, তাকে শনাক্ত করার জন্য আমরা কাজ করছি।’
সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ডে বিনিয়োগ করা ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা ৭৪ পয়সা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের চান্দনা এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ রোববার সন্ধ্যায় সারজিসের ভ্যারিফায়েড ফেসবুকে আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন।
২ ঘণ্টা আগেসুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। আজ রোববার রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ১০ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৩ ঘণ্টা আগেমির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংবাদপত্রের স্বাধীনতায় সে নানা কিছু বলবে। কিন্তু সেটা গ্রহণ না করে সংবাদপত্র গুঁড়িয়ে দেওয়াটা আমরা সমর্থন করি না।’ আজ রোববার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
৫ ঘণ্টা আগে