Ajker Patrika

ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: তারেক রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি
ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যত দিন ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে তত দিন পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। দেশের মানুষের অর্থনীতি মুক্তির সমাধান করতে হবে। অর্থনীতি শক্তিশালী করতে হবে। বেকারত্ব দূর করতে হবে। এজন্য সকলকে ঐক্যবন্ধ থাকতে হবে। আইন হাতে তুলে নেওয়া যাবে না। যে মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তাদের যে আশা ছিল তা বাস্তবায়ন করতে হবে। 

আজ শনিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত শহীদদের স্মরণে সিরাজগঞ্জের এনায়েতপুরে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভায় ভাচ্যুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। 

তারেক রহমান বলেন, দেশের মানুষের সমর্থন নিয়ে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে এই অঞ্চলের তাঁত শিল্পের শাড়ি, লুঙ্গি সারা বিশ্বে রপ্তানির ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে। 

বিএনপির সহপ্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। 

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও ভার্চুয়ালি বক্তব্য দেন। সভায় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা বিএনপির উপদেষ্টা ডা. এম. এ মুহিত। 

সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই স্মরণ সভা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত