ময়মনসিংহ প্রতিনিধি
আইনগত বাধা যেহেতু নেই, তাই এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মহানগরীর তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা এনসিপির সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন ও সচিবের কথা শুনে মনে হয়েছে যে, শাপলা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকা না থাকা সেগুলো তাদের কাছে কোনো বিষয় না, সেটা তাদের মন-মর্জির ওপর নির্ভর করে।’
সারজিস আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে মন-মর্জিমতো চলার স্বেচ্ছাচারিতা করার যে আচরণ, এটা আমরা প্রত্যাশা করি না এবং মেনে নেব না।
‘আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, তারা জনগণের মুখাপেক্ষী নাকি ক্ষমতায় কাল্পনিকভাবে আসতে চাচ্ছে—এমন দলের মুখাপেক্ষী। না কোনো অস্ত্রের ভয়ে প্রতিষ্ঠান বা এজেন্সির মুখাপেক্ষী—এ জবাব তাদের দিতে হবে। আইনগত বাধা যেহেতু নেই, তাই নির্বাচন কমিশনকে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে।’
জোট গঠনের প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, ‘কয়েকটা সিটের জন্য এনসিপি কারও সঙ্গে ঐক্য করবে—সেই নীতি বিশ্বাস করে না। এক বা একাধিক রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষা সামনে রেখে পরিবর্তনের জন্য প্রতিজ্ঞা করে সেই অনুযায়ী কাজ করে, তখন আমরা ঐক্যের চিন্তা করতে পারি।’
সারজিস আলম আরও বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য করলেও এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে। এনসিপি উচ্চকক্ষে পিআরের পক্ষে আর নিম্নকক্ষে বিপক্ষে।
এ সময় এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশেকীন আলম, জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট এ টি এম মাহবুব আলম, ইকরাম এলাহী খান সাজ, মোজাম্মেল হক, মাহমুদুল হাসান সোহেল, মোকারম আদনান, ফুয়াদ খান, জিকে ওমর প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনগত বাধা যেহেতু নেই, তাই এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ মহানগরীর তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা এনসিপির সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন ও সচিবের কথা শুনে মনে হয়েছে যে, শাপলা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকা না থাকা সেগুলো তাদের কাছে কোনো বিষয় না, সেটা তাদের মন-মর্জির ওপর নির্ভর করে।’
সারজিস আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে মন-মর্জিমতো চলার স্বেচ্ছাচারিতা করার যে আচরণ, এটা আমরা প্রত্যাশা করি না এবং মেনে নেব না।
‘আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, তারা জনগণের মুখাপেক্ষী নাকি ক্ষমতায় কাল্পনিকভাবে আসতে চাচ্ছে—এমন দলের মুখাপেক্ষী। না কোনো অস্ত্রের ভয়ে প্রতিষ্ঠান বা এজেন্সির মুখাপেক্ষী—এ জবাব তাদের দিতে হবে। আইনগত বাধা যেহেতু নেই, তাই নির্বাচন কমিশনকে এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে।’
জোট গঠনের প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, ‘কয়েকটা সিটের জন্য এনসিপি কারও সঙ্গে ঐক্য করবে—সেই নীতি বিশ্বাস করে না। এক বা একাধিক রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষা সামনে রেখে পরিবর্তনের জন্য প্রতিজ্ঞা করে সেই অনুযায়ী কাজ করে, তখন আমরা ঐক্যের চিন্তা করতে পারি।’
সারজিস আলম আরও বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য করলেও এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে। এনসিপি উচ্চকক্ষে পিআরের পক্ষে আর নিম্নকক্ষে বিপক্ষে।
এ সময় এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশেকীন আলম, জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট এ টি এম মাহবুব আলম, ইকরাম এলাহী খান সাজ, মোজাম্মেল হক, মাহমুদুল হাসান সোহেল, মোকারম আদনান, ফুয়াদ খান, জিকে ওমর প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই জাতীয় সনদে বাস্তবায়নের সুপারিশ না থাকা এবং আপত্তির (নোট অব ডিসেন্ট) বিষয়ে সিদ্ধান্ত না থাকায় স্বাক্ষর নিয়ে ভাবছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, স্বাক্ষরের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তাঁরা।
২ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘একদিকে রাজনৈতিক দলগুলো মাঠে জনসংযোগে নেমে পড়েছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা আশাবাদী, মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে, তাদের মধ্যে একটি আগ্রহ-উচ্ছ্বাস রয়েছে; আরেক দিকে নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটাও আমরা দেখতে পাচ্ছি।’
৪ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরে তৈরি পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় দোষীদের কঠোর জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ‘বাংলাদেশের রাজনৈতিক-সামাজিক বাস্তবতায় ইশতেহার মুখ্য হয়ে ওঠে না। মুখ্য হয়ে ওঠে কত বড় দল এবং কাদেরকে ভোট দিলে ভোটটা পচে যাবে না। তবে এবার আমার ধারণা, এটা কিছুটা পরিবর্তন হবে।’
৭ ঘণ্টা আগে