Ajker Patrika

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী আরাফাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুন ২০২৩, ০০: ০৮
ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী আরাফাত

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

আজ শুক্রবার রাত ১০টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে গেটে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এই আসনে উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে ২২ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতা, ব্যবসায়ী, চিত্রনায়ক রয়েছেন।

সর্বশেষ আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় ফরম সংগ্রহের কথা জানান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ফেরদৌস আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য।

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকার এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ হবে। এই ভোট হবে কাগজের ব্যালটে।

গত শনিবার থেকে এই উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। 

গত মঙ্গলবার ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ১০ জন নতুন করে ফরম কিনেছিলেন। তাঁদের মধ্যে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হাফিজ মল্লিক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, প্রয়াত সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের ছেলে রৌশন হোসেন পাঠান, চলচ্চিত্রের খলনায়ক ড্যানি সিডাক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক নেতা হেফজুল বারী মোহাম্মদ ইকবাল, আওয়ামী লীগের নেতা তাহসিন মাহবুব, বনানী থানা আওয়ামী লীগের নেতা মো. নাছির ও লতা নাসির, তাঁতী লীগের নেতা সৈয়দ তানভীর ইমাম।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এত দিন আরাফাত আওয়ামী লীগের হয়ে নানা বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত ছিলেন। টক শোতে আওয়ামী লীগ ও সরকারের পক্ষে কথা বলেছেন। গত ডিসেম্বরে প্রথমবার দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন তিনি।

বর্তমান জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়ে আসছে। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে কারণে এই আসনে উপনির্বাচনে যিনি নির্বাচিত হবেন, তিনি সংসদে বসার সুযোগ পাবেন মাত্র মাস চারেক। 

আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করা অন্য নেতারা হলেন যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন; বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিম উদ্দিন; ঢাকা মহানগর উত্তর কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা সুলতানা; যুবলীগের সাবেক নেতা আবদুল খালেক; সেনানিবাস থানা আওয়ামী লীগের সাবেক নেতা আবু সাঈদ; বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নজরুল ইসলাম তমিজি; সাবেক সচিব মোহাম্মদ মুসা; গুলশান থানা আওয়ামী লীগের নেতা আরাফাত আশওয়াদ ইসলাম ও অভিনেতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত