নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্তমান সরকারের ভূমিকাকে মুক্তিযুদ্ধকালের ‘শান্তি কমিটি’র আচরণের সঙ্গে তুলনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, তারা (সরকার) এখন শান্তি সমাবেশ করছে এবং আচরণ অনেকটা শান্তি কমিটির মতোই।
গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আজ শুক্রবার বিকেলে ১২ দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। বৈঠকে চলমান আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান এই বিএনপি নেতা।
আন্দোলনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণভাবেই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে চায়। সরকার পাকিস্তান আমলের শান্তি কমিটির মতো আচরণ করছে। এভাবে চলতে থাকলে কখন কী হবে বলা মুশকিল।’
বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান জানান, চলমান আন্দোলনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কর্মসূচি কেমন হবে তা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘যে বিশ্বাস নিয়ে আমরা যুগপৎ আন্দোলন শুরু করেছি, সেই বিশ্বাসেই অটুট আছি। সেই বিশ্বাস নিয়ে আমরা আগামীতে আন্দোলন চালিয়ে যাব।’
বৈঠকে নজরুল ইসলাম খান ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ অংশ নেন। ১২ দলীয় জোট নেতাদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ আরও অনেকে অংশ নেন।
বর্তমান সরকারের ভূমিকাকে মুক্তিযুদ্ধকালের ‘শান্তি কমিটি’র আচরণের সঙ্গে তুলনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, তারা (সরকার) এখন শান্তি সমাবেশ করছে এবং আচরণ অনেকটা শান্তি কমিটির মতোই।
গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আজ শুক্রবার বিকেলে ১২ দলীয় জোট ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন। বৈঠকে চলমান আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান এই বিএনপি নেতা।
আন্দোলনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণভাবেই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে চায়। সরকার পাকিস্তান আমলের শান্তি কমিটির মতো আচরণ করছে। এভাবে চলতে থাকলে কখন কী হবে বলা মুশকিল।’
বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান জানান, চলমান আন্দোলনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কর্মসূচি কেমন হবে তা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘যে বিশ্বাস নিয়ে আমরা যুগপৎ আন্দোলন শুরু করেছি, সেই বিশ্বাসেই অটুট আছি। সেই বিশ্বাস নিয়ে আমরা আগামীতে আন্দোলন চালিয়ে যাব।’
বৈঠকে নজরুল ইসলাম খান ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ অংশ নেন। ১২ দলীয় জোট নেতাদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ আরও অনেকে অংশ নেন।
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন’ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘প্রতিটি রাজনৈতিক...
৪৩ মিনিট আগেগণ-অভ্যুত্থানের পরিচিত মুখগুলো নানাভাবে প্রশাসনে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তাই নিরপেক্ষতা বজায় রাখতে দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারে প্রতিনিধিত্বকারী ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার (১ মার্চ) রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয়
২ ঘণ্টা আগেদেশে এখনো মামলা-বাণিজ্য, ঘুষ-বাণিজ্য চলমান উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, এত কিছুর পরও সরকার বলছে, দেশ উন্নতি করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। যদি সত্যিকার অর্থে পরিবর্তন আনতে চান, তাহলে প্রথম সংস্কার পুলিশেই হতে হবে।
৩ ঘণ্টা আগেসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেড় দশকের ফ্যাসিবাদের পতন ঘটে। এরপর জনগণের অংশগ্রহণমূলক একটি জাতীয় সরকার গঠনের জন-আকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফলে তা সম্ভব হয়নি। বরং একটি নির্দিষ্ট গোষ্ঠীকে কেন্দ্র করে সরকার গঠিত হয়েছে, যার ফলে
৩ ঘণ্টা আগে