নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সংলাপে অংশ নিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকেও (বাসদ) আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু রাষ্ট্রপতির ডাকা চলমান এ সংলাপে বাসদ অংশ নেবে না বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ শুক্রবার দলটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে কমরেড খালেকুজ্জামান বলেন, নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করে তাঁর দপ্তর বঙ্গভবনে পত্র দেওয়া হয়েছে।
বাসদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংলাপে অংশগ্রহণের জন্য বঙ্গভবন থেকে গত ১৯ ডিসেম্বর এক পত্রে আগামী রোববার সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে বাসদকে আমন্ত্রণ জানানো হয়। ওই দিন দলের সাতজন প্রতিনিধি নিয়ে মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পত্রে উল্লেখ করা হয়।
দেশের বর্তমান রাজনৈতিক সংকটজনক পরিস্থিতিতে রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাসদের পক্ষ থেকে বলা হয়, ২০১২ সালে এবং ২০১৭ সালে তৎকালীন ও বর্তমান রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে দলের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তার কোনো বাস্তবায়ন দেখা যায়নি। ফলে এবারের সংলাপেও অতীতের ঘটনার পুনরাবৃত্তি না ঘটিয়ে পূর্বের প্রস্তাবনাগুলোকে প্রাসঙ্গিক উল্লেখ করে তা বাস্তবায়নে রাষ্ট্রপতিকে উদ্যোগী ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দুই দলই রাষ্ট্রপতির কাছে ইসি গঠনের আইন প্রণয়নের দাবি জানিয়েছে।
বাসদ ছাড়া আরও ছয়টি রাজনৈতিক দলের সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে আগামী সপ্তাহে। এই দলগুলোর মধ্যে রয়েছে–বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, খেলাফত মজলিস, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট এবং ইসলামি ঐক্যজোট। এই রাজনৈতিক দলগুলোর বাইরে বৃহস্পতিবার আগামী মাসের প্রথম সপ্তাহে সংলাপে অংশ নেওয়ার জন্য আরও চারটি দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এই দলগুলো হলো–গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশ, গণতন্ত্র পার্টি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আগামী ২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে গণফোরামের সঙ্গে, একই দিন সন্ধ্যা ৭টায় বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি। পরদিন ৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় গণতন্ত্রী পার্টি এবং একই দিন সন্ধ্যা ৭টায় সিপিবির সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সংলাপে অংশ নিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকেও (বাসদ) আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু রাষ্ট্রপতির ডাকা চলমান এ সংলাপে বাসদ অংশ নেবে না বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ শুক্রবার দলটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে কমরেড খালেকুজ্জামান বলেন, নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করে তাঁর দপ্তর বঙ্গভবনে পত্র দেওয়া হয়েছে।
বাসদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংলাপে অংশগ্রহণের জন্য বঙ্গভবন থেকে গত ১৯ ডিসেম্বর এক পত্রে আগামী রোববার সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে বাসদকে আমন্ত্রণ জানানো হয়। ওই দিন দলের সাতজন প্রতিনিধি নিয়ে মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পত্রে উল্লেখ করা হয়।
দেশের বর্তমান রাজনৈতিক সংকটজনক পরিস্থিতিতে রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাসদের পক্ষ থেকে বলা হয়, ২০১২ সালে এবং ২০১৭ সালে তৎকালীন ও বর্তমান রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে দলের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তার কোনো বাস্তবায়ন দেখা যায়নি। ফলে এবারের সংলাপেও অতীতের ঘটনার পুনরাবৃত্তি না ঘটিয়ে পূর্বের প্রস্তাবনাগুলোকে প্রাসঙ্গিক উল্লেখ করে তা বাস্তবায়নে রাষ্ট্রপতিকে উদ্যোগী ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দুই দলই রাষ্ট্রপতির কাছে ইসি গঠনের আইন প্রণয়নের দাবি জানিয়েছে।
বাসদ ছাড়া আরও ছয়টি রাজনৈতিক দলের সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে আগামী সপ্তাহে। এই দলগুলোর মধ্যে রয়েছে–বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, খেলাফত মজলিস, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট এবং ইসলামি ঐক্যজোট। এই রাজনৈতিক দলগুলোর বাইরে বৃহস্পতিবার আগামী মাসের প্রথম সপ্তাহে সংলাপে অংশ নেওয়ার জন্য আরও চারটি দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এই দলগুলো হলো–গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশ, গণতন্ত্র পার্টি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আগামী ২ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে গণফোরামের সঙ্গে, একই দিন সন্ধ্যা ৭টায় বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি। পরদিন ৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় গণতন্ত্রী পার্টি এবং একই দিন সন্ধ্যা ৭টায় সিপিবির সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৫ ঘণ্টা আগেদেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল সোমবার (১০ মার্চ) সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ মানববন্ধন কর্মসূচি পালন করবে ছাত্রদল।
২১ ঘণ্টা আগেরাজনৈতিক দলের সম্মানে ১৯ মার্চ ইফতারের আয়োজন করেছে বিএনপি। পাশাপাশি পেশাজীবীদের সম্মানে ২১ মার্চ ইফতারের আয়োজন করেছে দলটি।
১ দিন আগেবাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামি চেতনার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। আজ রোববার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
১ দিন আগে