নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাত বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে ছাত্র-জনতার আন্দোলন আরও জমে উঠেছে। গানে, স্লোগানে সরগরম হয়ে উঠেছে শাহবাগের আশপাশ। ভ্যাপসা গরম এড়াতে অনেক আন্দোলনকারী সঙ্গে নিয়ে এসেছেন হাতপাখা। তাঁরা স্লোগানের সঙ্গে সঙ্গে গা জুড়াচ্ছিলেন হাতপাখার বাতাসে।
আজ শুক্রবার রাত ৮টার সময় শাহবাগ মোড়ে এমন চিত্র দেখা গেছে। জানা গেছে, হাতপাখা নিয়ে আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী। হাতপাখা দলটির দলীয় প্রতীক।
বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যে রয়েছে; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘ব্যান আওয়ামী লীগ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ, ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের সদস্য এবং সাধারণ ছাত্র-জনতা অংশ নিয়েছেন।
এর আগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিকেল পৌনে ৫টায় শাহবাগ মোড় অবরোধ করেন ছাত্র-জনতা। রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলমান রয়েছে।
এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়ার আগপর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন। হাসনাত আবদুল্লাহর ঘোষণার পর উপস্থিত আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ অবরোধ করেন। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে ছাত্র-জনতার আন্দোলন আরও জমে উঠেছে। গানে, স্লোগানে সরগরম হয়ে উঠেছে শাহবাগের আশপাশ। ভ্যাপসা গরম এড়াতে অনেক আন্দোলনকারী সঙ্গে নিয়ে এসেছেন হাতপাখা। তাঁরা স্লোগানের সঙ্গে সঙ্গে গা জুড়াচ্ছিলেন হাতপাখার বাতাসে।
আজ শুক্রবার রাত ৮টার সময় শাহবাগ মোড়ে এমন চিত্র দেখা গেছে। জানা গেছে, হাতপাখা নিয়ে আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী। হাতপাখা দলটির দলীয় প্রতীক।
বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যে রয়েছে; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘ব্যান আওয়ামী লীগ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ, ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের সদস্য এবং সাধারণ ছাত্র-জনতা অংশ নিয়েছেন।
এর আগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিকেল পৌনে ৫টায় শাহবাগ মোড় অবরোধ করেন ছাত্র-জনতা। রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলমান রয়েছে।
এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়ার আগপর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন। হাসনাত আবদুল্লাহর ঘোষণার পর উপস্থিত আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ অবরোধ করেন। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জুলাই গণ-অভ্যুত্থানে ‘গণহত্যাকারী’ দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সরকারি প্রক্রিয়া শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে গতকাল শুক্রবার সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগেরাজধানীর শাহবাগ মোড়ে চলমান অবরোধ (ব্লকেড) কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবি জানিয়ে তিনি আগামীকাল শনিবার বিকেলে শাহবাগে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছেন। পাশাপাশি সারা দেশে
৯ ঘণ্টা আগেআওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। আজ শুক্রবার রাত ১১টা পর্যন্ত আন্দোলনকারীদের বিভিন্ন দলে বিভক্ত হয়ে মোড়ে অবস্থান করতে দেখা যায়।
১১ ঘণ্টা আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ঐকমত্যের ভিত্তিতে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়েছে, সেই ঐকমত্য আমাদের ধরে রাখতে হবে। বর্তমান সরকারকে বলব, যে কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণ তা চায় না। জনগণ চায়, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে...
১২ ঘণ্টা আগে