নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাত বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে ছাত্র-জনতার আন্দোলন আরও জমে উঠেছে। গানে, স্লোগানে সরগরম হয়ে উঠেছে শাহবাগের আশপাশ। ভ্যাপসা গরম এড়াতে অনেক আন্দোলনকারী সঙ্গে নিয়ে এসেছেন হাতপাখা। তাঁরা স্লোগানের সঙ্গে সঙ্গে গা জুড়াচ্ছিলেন হাতপাখার বাতাসে।
আজ শুক্রবার রাত ৮টার সময় শাহবাগ মোড়ে এমন চিত্র দেখা গেছে। জানা গেছে, হাতপাখা নিয়ে আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী। হাতপাখা দলটির দলীয় প্রতীক।
বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যে রয়েছে; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘ব্যান আওয়ামী লীগ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ, ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের সদস্য এবং সাধারণ ছাত্র-জনতা অংশ নিয়েছেন।
এর আগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিকেল পৌনে ৫টায় শাহবাগ মোড় অবরোধ করেন ছাত্র-জনতা। রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলমান রয়েছে।
এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়ার আগপর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন। হাসনাত আবদুল্লাহর ঘোষণার পর উপস্থিত আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ অবরোধ করেন। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে ছাত্র-জনতার আন্দোলন আরও জমে উঠেছে। গানে, স্লোগানে সরগরম হয়ে উঠেছে শাহবাগের আশপাশ। ভ্যাপসা গরম এড়াতে অনেক আন্দোলনকারী সঙ্গে নিয়ে এসেছেন হাতপাখা। তাঁরা স্লোগানের সঙ্গে সঙ্গে গা জুড়াচ্ছিলেন হাতপাখার বাতাসে।
আজ শুক্রবার রাত ৮টার সময় শাহবাগ মোড়ে এমন চিত্র দেখা গেছে। জানা গেছে, হাতপাখা নিয়ে আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী। হাতপাখা দলটির দলীয় প্রতীক।
বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যে রয়েছে; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘ব্যান আওয়ামী লীগ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ, ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের সদস্য এবং সাধারণ ছাত্র-জনতা অংশ নিয়েছেন।
এর আগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিকেল পৌনে ৫টায় শাহবাগ মোড় অবরোধ করেন ছাত্র-জনতা। রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলমান রয়েছে।
এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়ার আগপর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন। হাসনাত আবদুল্লাহর ঘোষণার পর উপস্থিত আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ অবরোধ করেন। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ওমরাহ পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করে নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন। রোববার (১৯ অক্টোবর) জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে দলের প্রায় ৮০ জন মনোনয়নপ্রত্যাশী অংশ নেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেনির্বাচন কমিশনকে ‘গনিমতের মাল’ হিসেবে সেনাবাহিনী, বিএনপি ও জামায়াত ভাগ করে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।
৩ ঘণ্টা আগেহেনস্তার শিকার আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম জানান, আজ সকাল থেকে চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছিলেন তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে ভেতরে ঢুকে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলতে গেলে হট্টগোলের সময় কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করেন।
৫ ঘণ্টা আগে