Ajker Patrika

গোপালগঞ্জে কোন শয়তান এনসিপি নেতাদের ওপর হামলা করল: প্রশ্ন ফারুকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৬: ২৮
সাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি
সাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রশ্ন রেখেছেন, গতকাল বুধবার গোপালগঞ্জে কোন শয়তান এনসিপির নেতাদের ওপর হামলা করল? আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ছবির অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য-কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠানের আয়োজন করে জাসাস।

স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘গতকাল (বুধবার) গোপালগঞ্জে কোন শয়তান এনসিপির নেতাদের ওপর হামলা করল? আওয়ামী লীগের আমলে এক লাখ পুলিশ নিয়োগ হয়েছে। তারা এখনো স্বপদে বহাল। আওয়ামী লীগের দোসরা এখনো কেন সচিবালয়, বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায় আছে?’

ফারুক আরও বলেন, ‘১১ মাস চলে গেল একটা নির্বাচন দিতে পারেননি। যখনই নির্বাচনের দিন-তারিখের কথা বলেছেন, তখনই ষড়যন্ত্র শুরু হলো। এখন সবারই একটা ধারণা, গোপালগঞ্জের এই হামলা নির্বাচন পেছনের নতুন করে ষড়যন্ত্র কি না। কারণ, দেশে অনির্বাচিত সরকার থাকলে দেশের পরিস্থিতি ভালো থাকে না। তাই যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।’

বিএনপির এই নেতা বলেন, ‘যে বাংলাদেশে আর আয়নাঘর তৈরি হবে না, থানায় নিয়ে গিয়ে পরিবারের সদস্যদের নির্যাতন করবে না, সাংবাদিকেরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে—এমন বাংলাদেশ নির্মাণের চেষ্টা করে যাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা বন্ধ না হলে আমরা জনগণকে নিয়ে রুখে দাঁড়াব। এই সরকারকে বলব, আপনারা একটি শান্তিপূর্ণ নির্বাচন দিন, যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত