Ajker Patrika

বিএনপির দেখাদেখি মুক্তিযুদ্ধের পক্ষের দল কর্মসূচি দেবে, দেশবাসী বিশ্বাস করে না: নিখিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২০: ০৯
Thumbnail image

যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বিএনপি একটি দেশ ধ্বংসকারী, ষড়যন্ত্রকারী দল। বিএনপির দেখাদেখি মুক্তিযুদ্ধের পক্ষের দল কর্মসূচি দেবে, এটা আমরা বিশ্বাস করি না, দেশবাসীও বিশ্বাস করে না। তাদের অন্যায়-অত্যাচার-জুলুম থেকে জনগণকে রক্ষা করার জন্য আমাদের এই কর্মসূচি।’

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশে সহিংসতার আশঙ্কার বিষয়ে জানতে চাইলে নিখিল বলেন, ‘আমরা বিএনপিকে অনুসরণ করছি না, তাদের পাল্টা জবাব দেওয়ার জন্য মাঠে থাকছি না। আমরা মাঠে থাকছি বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। পৃথিবীর সব দেশেই রাজনৈতিক কর্মকাণ্ড সহাবস্থানে হয়ে থাকে। এখানে বাধা কোথায়?’

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তরুণ সমাজকে ধ্বংস করেছিলেন জিয়া, তারেক লন্ডনে বসে তরুণ ছাত্র সমাজকে ধ্বংসের চেষ্টা করছেন। তারুণ্যের সমাবেশের নামে তারা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের হত্যা করছে।’

মইনুল হোসেন খান নিখিল বলেন, ‘সমাবেশে যোগ দেবে স্বাধীনতাপ্রেমী মানুষ। সকল শ্রেণি-পেশার মানুষ আসবে। বাংলার মাটিতে বিএনপি-জামায়াতকে আর স্থান দেবে না। আমরা ঐক্যবদ্ধ। সব সময় মাঠে ছিলাম, মাঠে থাকব। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমরা সর্বদা প্রস্তুত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত