নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। দেশের বিচার বিভাগকেও পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। এভাবে দেশের জনগণকে একটা অন্ধকার গহ্বরের দিকে নিয়ে গেছে।
আজ শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেন তিনি।
ইফতারপূর্ব বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে এমন সময় আমরা এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছি, যখন সারা দেশে একটা গণতন্ত্রহীন অবস্থা বিরাজ করছে। যখন আমাদের বুকের ওপর একটা বেআইনি, জোর-জবরদখলকারী সরকার, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে বসে আছে। ক্ষমতা দখল করার পরে তারা একে একে গণতন্ত্রকে ধ্বংস করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এবং বাংলাদেশের জনগণকে একটা অন্ধকার গহ্বরের দিকে নিয়ে গেছে।’
সরকারের বিরুদ্ধে বিচার বিভাগকে নিয়ন্ত্রণের অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘সবার আগে তারা (সরকার) হাত দিয়েছে, সেটা হচ্ছে বিচার বিভাগ। জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, প্রয়োজনের সময়, যখন নির্যাতিত হবে, তখন যেন সে বিচার বিভাগের কাছে গিয়ে একটা আশ্রয় পায়। কিন্তু দুর্ভাগ্যের কথা আজকে সেই বিচার বিভাগকে তারা দলীয়করণ করে, নিয়ন্ত্রণ করে এমন এক জায়গায় নিয়ে গেছে, যেখানে বেশির ভাগ রায়, বিশেষ করে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যে রায়গুলো হয়, সবগুলো রায়ই হচ্ছে একেবারেই জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের লিভ টু আপিল খারিজ প্রসঙ্গে ফখরুল বলেন, ‘তিনি (জোবাইদা রহমান) রাজনীতির সঙ্গে সরাসরি কখনোই জড়িত হননি। তাঁর বিরুদ্ধেও একটি মিথ্যা মামলা দুদক দিয়েছে। আমরা মনে করি এটা অত্যন্ত বেআইনি কাজ। আমরা মনে করি এটা বিচার বিভাগের স্বাধীনতা শুধু নয়, বিচার বিভাগকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে।’
দলের চেয়ারপারসন সরকারের রোষানলের শিকার—এমন অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা যখন এই ইফতার মাহফিলে আছি, তখন বারবার যে কথাটি আমাদের মনে পড়ছে আজ থেকে বছর তিনেক আগে প্রত্যেকটি ইফতারে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত থাকতেন। কিন্তু আজকে এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে, রোষানলে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে অন্তরীণ করে রাখা হয়েছে। আজকে তারেক রহমানকে নির্বাসিত করে রাখা হয়েছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। দেশের বিচার বিভাগকেও পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। এভাবে দেশের জনগণকে একটা অন্ধকার গহ্বরের দিকে নিয়ে গেছে।
আজ শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেন তিনি।
ইফতারপূর্ব বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে এমন সময় আমরা এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছি, যখন সারা দেশে একটা গণতন্ত্রহীন অবস্থা বিরাজ করছে। যখন আমাদের বুকের ওপর একটা বেআইনি, জোর-জবরদখলকারী সরকার, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে বসে আছে। ক্ষমতা দখল করার পরে তারা একে একে গণতন্ত্রকে ধ্বংস করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এবং বাংলাদেশের জনগণকে একটা অন্ধকার গহ্বরের দিকে নিয়ে গেছে।’
সরকারের বিরুদ্ধে বিচার বিভাগকে নিয়ন্ত্রণের অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘সবার আগে তারা (সরকার) হাত দিয়েছে, সেটা হচ্ছে বিচার বিভাগ। জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, প্রয়োজনের সময়, যখন নির্যাতিত হবে, তখন যেন সে বিচার বিভাগের কাছে গিয়ে একটা আশ্রয় পায়। কিন্তু দুর্ভাগ্যের কথা আজকে সেই বিচার বিভাগকে তারা দলীয়করণ করে, নিয়ন্ত্রণ করে এমন এক জায়গায় নিয়ে গেছে, যেখানে বেশির ভাগ রায়, বিশেষ করে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যে রায়গুলো হয়, সবগুলো রায়ই হচ্ছে একেবারেই জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের লিভ টু আপিল খারিজ প্রসঙ্গে ফখরুল বলেন, ‘তিনি (জোবাইদা রহমান) রাজনীতির সঙ্গে সরাসরি কখনোই জড়িত হননি। তাঁর বিরুদ্ধেও একটি মিথ্যা মামলা দুদক দিয়েছে। আমরা মনে করি এটা অত্যন্ত বেআইনি কাজ। আমরা মনে করি এটা বিচার বিভাগের স্বাধীনতা শুধু নয়, বিচার বিভাগকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে।’
দলের চেয়ারপারসন সরকারের রোষানলের শিকার—এমন অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা যখন এই ইফতার মাহফিলে আছি, তখন বারবার যে কথাটি আমাদের মনে পড়ছে আজ থেকে বছর তিনেক আগে প্রত্যেকটি ইফতারে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত থাকতেন। কিন্তু আজকে এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে, রোষানলে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে অন্তরীণ করে রাখা হয়েছে। আজকে তারেক রহমানকে নির্বাসিত করে রাখা হয়েছে।’
দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো—ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে গতকাল রোববার বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় ধাপের ১৫ তম দিনের বৈঠকে এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
৬ ঘণ্টা আগেইশরাক হোসেন বলেন, ‘প্রতিটি মানুষের ব্যক্তি বাক্স্বাধীনতা আছে, তার মানে এই নয় যে আরেকজনের স্বাধীনতা হরণ করবেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবেন। এনসিপি আজকে যেভাবে শিষ্টাচার-বহির্ভূত কথা বলছে, সেটিকে গণতন্ত্র বলে না। কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ সম্পর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী...
১৮ ঘণ্টা আগেতত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে ভোট নয়, রাজনৈতিক ঐকমত্য প্রক্রিয়াকেই একমাত্র গ্রহণযোগ্য পথ হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারপ্রধান গঠনে পাঁচ বা সাত সদস্যের কমিটির যে দুটি প্রস্তাব এসেছে, আমরা কোনোটিরই বিরোধিতা করছি না।
১৮ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রীর একাধিক পদে অধিষ্ঠিত থাকার বিধান গণঅধিকার পরিষদ সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। আজ রোববার (২০ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৫তম দিনের সংলাপ শেষে এ কথা জানান তিনি।
১৯ ঘণ্টা আগে