নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে শিগগিরই বিএনপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কেরানীগঞ্জে বিএনপির নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর ওপর হামলার প্রতিবাদসহ সব নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা জানান।
নজরুল ইসলাম খান বলেন, ‘জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে উপার্জন কাজে আসছে না। সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। চাল, ডাল তেল, নুন, মরিচ, পেঁয়াজসহ সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, খুব শিগগির আন্দোলনে যাব। রাজপথে আসব। দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আন্দোলন করি।’
মাথাপিছু জাতীয় আয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মন্ত্রী বলছেন, প্রতি রাতে আমরা ঘুমাইয়া ঘুমাইয়া বড়লোক হয়ে যাচ্ছি। কিন্তু সবাই টিসিবির ট্রাকের কাছে লাইন দিচ্ছে। দ্রব্যমূল্য কমানোর আন্দোলন এই মুহূর্তে খুবই দরকার। মানুষ কষ্ট পাচ্ছে। আর মানুষের কষ্ট দূর করাই রাজনৈতিক সংগঠনের দায়িত্ব। ক্ষমতায় যাওয়া না যাওয়ার কিছু আসে-যায় না।’
দেশে ১৩ বছরে ১৪ বার পানির দাম বাড়ানো হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের প্রতি তাঁদের দায় নাই। বিএনপি অংশ নিলে তখন আর ভোট হয় না। দিনের ভোট রাতে হয়। অংশ না নিলে ১৫৩ জন বিনাভোটে নির্বাচিত হন। কোভিডের মধ্যে ১১ হাজার কোটিপতি হয়েছেন। অন্যদিকে ৩ কোটি ২৪ লাখ লোক দরিদ্র হয়ে গেছে।’
এই অবস্থা থেকে দেশ ও জাতির স্বার্থেই সবাইকে মুক্ত হতে হবে জানিয়ে তিনি বলেন, ‘জুলাই থেকে ডিসেম্বরে যে চাল আমদানি করা হয়েছে; বাংলাদেশে স্বাধীনতার পর এত চাল আমদানি করা হয় নাই। এই সরকার বলছে, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। তাহলে এত চাল আমদানি করা হচ্ছে কেন?’
মানববন্ধনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কেরানীগঞ্জের ওসির সাম্প্রদায়িক বক্তব্য আবার প্রমাণ করেছে আওয়ামী লীগ কোনো ধর্মনিরপেক্ষ দল নয়। এই ওসির বিচার হবে কি না, জানি না। তবে এই সরকারের বিচার অবশ্যই হবে। বর্তমান সরকার ভোট ডাকাত। এদের দুই কান কাটা। লোকে কত কথা বলে, কিন্তু তারা শোনে না।’
মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধের মাধ্যমে পুলিশের কর্মকর্তাদের দেশের মধ্যে বন্দী করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ রাজপথে নেমেছে। ১৪৪ ধারা ভেঙে মানুষ সভা করছে। আর কোনো বিধিনিষেধের সামনে মাথা নত করব না। যারা সারা দেশ থেকে লুট করেছে, তাদের কি এমনি এমনি ছেড়ে দিব? চোরের চুরির বিচার হবে না, ডাকাতির বিচার হবে না তা আর হতে দেব না। যত দিন পর্যন্ত না এদের পরিচ্ছন্ন করা যায়, তত দিন পর্যন্ত আন্দোলন চলবে।’
মানববন্ধনে সভাপতির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান বলেন, ‘নিপুণকে কেরানীগঞ্জের ওসি মালাউন বলেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। একটা দানবীয় সরকার মিথ্যাচার, প্রতারণা করে বাংলাদেশের মানুষকে শাসন করছে। এই সরকারের মাথা খারাপ হয়ে গেছে, তাই বিরোধী দলের ওপর, জনগণের ওপর অত্যাচার করছে।’
মানববন্ধনে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং যুবদল, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে শিগগিরই বিএনপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কেরানীগঞ্জে বিএনপির নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর ওপর হামলার প্রতিবাদসহ সব নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা জানান।
নজরুল ইসলাম খান বলেন, ‘জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে উপার্জন কাজে আসছে না। সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। চাল, ডাল তেল, নুন, মরিচ, পেঁয়াজসহ সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, খুব শিগগির আন্দোলনে যাব। রাজপথে আসব। দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আন্দোলন করি।’
মাথাপিছু জাতীয় আয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মন্ত্রী বলছেন, প্রতি রাতে আমরা ঘুমাইয়া ঘুমাইয়া বড়লোক হয়ে যাচ্ছি। কিন্তু সবাই টিসিবির ট্রাকের কাছে লাইন দিচ্ছে। দ্রব্যমূল্য কমানোর আন্দোলন এই মুহূর্তে খুবই দরকার। মানুষ কষ্ট পাচ্ছে। আর মানুষের কষ্ট দূর করাই রাজনৈতিক সংগঠনের দায়িত্ব। ক্ষমতায় যাওয়া না যাওয়ার কিছু আসে-যায় না।’
দেশে ১৩ বছরে ১৪ বার পানির দাম বাড়ানো হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের প্রতি তাঁদের দায় নাই। বিএনপি অংশ নিলে তখন আর ভোট হয় না। দিনের ভোট রাতে হয়। অংশ না নিলে ১৫৩ জন বিনাভোটে নির্বাচিত হন। কোভিডের মধ্যে ১১ হাজার কোটিপতি হয়েছেন। অন্যদিকে ৩ কোটি ২৪ লাখ লোক দরিদ্র হয়ে গেছে।’
এই অবস্থা থেকে দেশ ও জাতির স্বার্থেই সবাইকে মুক্ত হতে হবে জানিয়ে তিনি বলেন, ‘জুলাই থেকে ডিসেম্বরে যে চাল আমদানি করা হয়েছে; বাংলাদেশে স্বাধীনতার পর এত চাল আমদানি করা হয় নাই। এই সরকার বলছে, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। তাহলে এত চাল আমদানি করা হচ্ছে কেন?’
মানববন্ধনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কেরানীগঞ্জের ওসির সাম্প্রদায়িক বক্তব্য আবার প্রমাণ করেছে আওয়ামী লীগ কোনো ধর্মনিরপেক্ষ দল নয়। এই ওসির বিচার হবে কি না, জানি না। তবে এই সরকারের বিচার অবশ্যই হবে। বর্তমান সরকার ভোট ডাকাত। এদের দুই কান কাটা। লোকে কত কথা বলে, কিন্তু তারা শোনে না।’
মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধের মাধ্যমে পুলিশের কর্মকর্তাদের দেশের মধ্যে বন্দী করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ রাজপথে নেমেছে। ১৪৪ ধারা ভেঙে মানুষ সভা করছে। আর কোনো বিধিনিষেধের সামনে মাথা নত করব না। যারা সারা দেশ থেকে লুট করেছে, তাদের কি এমনি এমনি ছেড়ে দিব? চোরের চুরির বিচার হবে না, ডাকাতির বিচার হবে না তা আর হতে দেব না। যত দিন পর্যন্ত না এদের পরিচ্ছন্ন করা যায়, তত দিন পর্যন্ত আন্দোলন চলবে।’
মানববন্ধনে সভাপতির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান বলেন, ‘নিপুণকে কেরানীগঞ্জের ওসি মালাউন বলেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। একটা দানবীয় সরকার মিথ্যাচার, প্রতারণা করে বাংলাদেশের মানুষকে শাসন করছে। এই সরকারের মাথা খারাপ হয়ে গেছে, তাই বিরোধী দলের ওপর, জনগণের ওপর অত্যাচার করছে।’
মানববন্ধনে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং যুবদল, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একাত্তরের স্বাধীনতাযুদ্ধে পরাজিতরাই একাত্তরের সংবিধান পুরোটা বাদ দিতে চায় বা পরিবর্তন করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, ৭১’এর সংবিধান রচিত হয়েছে মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বকে ঘিরে। সংবিধানকে সংস্কার করা যাবে কিন্তু সংবিধান পুরোট
১২ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ‘নতুন এক যুগে প্রবেশ’ করেছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে পুনর্গঠনের দায়িত্ব আবারও বিএনপির ওপরই বর্তেছে।
১৭ মিনিট আগেনতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে।
২ ঘণ্টা আগেইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের।
১১ ঘণ্টা আগে