Ajker Patrika

শুধু শেখ হাসিনা নয়, আ. লীগের প্রতিটি ব্যক্তির বিচার হওয়া দরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৬: ৩৫
চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে যান দলটির মহাসচিব। ছবি: আজকের পত্রিকা
চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে যান দলটির মহাসচিব। ছবি: আজকের পত্রিকা

গণহত্যার দায়ে শুধু আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা নয়, দলটির প্রতিটি ব্যক্তির বিচার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (৯ জুলাই) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের দলীয় প্রধান, বিশেষ করে শেখ হাসিনা রেসপন্সিবল ফর দ্য কিলিং অব থাউজেন্ড অব পিপল। আওয়ামী লীগের সবচেয়ে রোষানলের শিকার বিএনপি। আর সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আপনারা খুব ভালো করে জানেন, আওয়ামী লীগের হত্যা, নির্যাতন, গুম, খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল। আমি নিজেও ১১২টা মামলা এবং ১৩ বার জেলে গেছি। আমরা সব সময় মনে করি, যে সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিবাদের পক্ষে থাকবে, ফ্যাসিবাদের কায়েম করবে, তাদের শাস্তি হওয়া উচিত। আওয়ামী লীগ ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন।’

গণহত্যার বিচার নিয়ে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ‘গণহত্যার বিচার শুরু হয়েছে, এর সঙ্গে যারা যেভাবে জড়িত তাদের প্রত্যেকে শাস্তির আওতায় আসবে। যারা বিগত দিনে ফ্যাসিবাদকে মদদ দিয়েছে, ফ্যাসিবাদ কায়েম করতে সহযোগিতা করেছে তাদের প্রত্যেকেই গণহত্যার বিচারে আওতায় আনা হবে। গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িতরা কেউ ছাড় পাবে না।’

নির্বাচন ও সংস্কার প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয়। দেশের জনগণ নির্বাচন চায়, আর যারাই নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান তিনি।

এ সময় দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান ফখরুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইমামতি না করেও জেলার শ্রেষ্ঠ ইমাম ওলামা দলের সাবেক নেতা, সমালোচনার ঝড়

বেশি চিন্তা তৈরি পোশাকে, কারখানা বন্ধের শঙ্কা

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত