Ajker Patrika

ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৯: ৪৯
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

সম্প্রতি ৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার পর সৃষ্ট বিতর্কের জেরে জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

পাটওয়ারী তাঁর ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে বলেছেন, ‘৭১ টিভিকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই বার্তাটি অনেক দেশপ্রেমিক মানুষের মনে আঘাত দিয়েছে—যা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।’

পাটওয়ারি আরও বলেন, যারা ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, তিনি তাঁদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি জনগণের অনুভূতির প্রতি পূর্ণ সম্মান জানিয়ে তাঁদের সংগ্রামের প্রতি তার অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

বিবৃতির শেষে ‘পুনশ্চ’-তে নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যটি স্পষ্ট করেছেন। তিনি উল্লেখ করেন, ‘গত ১৫ বছরে যেসব প্রতিষ্ঠান আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে এবং তাদের জন্য সম্মতি তৈরি করতে ভূমিকা রেখেছে, একাত্তর টিভি তাদের অন্যতম।’

তিনি জানান, ৭১ টিভি যখন তাঁর কাছে শুভেচ্ছা বার্তা চেয়েছিল, তখন তিনি মূলত দুটি বিষয় তুলে ধরেছিলেন। প্রথমত, তিনি জুলাই আন্দোলনের সময় তথ্য দিয়ে সহায়তা করা ৭১ টিভির সাংবাদিক ভাইবোনদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘তাঁরা সেই কঠিন সময়ে হাউসের বিপরীতে গিয়ে আমাদের সাহায্য করেছিলেন।’ দ্বিতীয়ত, তিনি ৭১ টিভির প্রতি আহ্বান জানান যেন তাঁরা ভবিষ্যতে প্রোপাগান্ডার পরিবর্তে সত্য ও জনগণের পক্ষে সাংবাদিকতা করে এবং দেশের পাশে দাঁড়ায়।

পাটওয়ারী অভিযোগ করেন, তাঁর বক্তব্যের একটি খণ্ডিত অংশ এখন ঘুরে বেড়াচ্ছে, যা দেখে অনেকে কষ্ট পেয়েছেন। তিনি এই বিষয়টি বুঝতে পেরে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে, তিনি খণ্ডিত বক্তব্য প্রচারের এই ‘অসৎ চর্চা’ থেকে সবাইকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

বিদ্যুতের লাইন ঠিক করার কথা বলে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রতারণার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার: মান্না

শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বিলুপ্তির প্রস্তাব নেই জুলাই সনদে, ক্ষোভ বিএনপির

সময়ক্ষেপণ করবেন না, আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন— প্রধান উপদেষ্টাকে জামায়াত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ