Ajker Patrika

ইসিকে ‘প্রধানমন্ত্রীর কিচেন কমিশন’ বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইসিকে ‘প্রধানমন্ত্রীর কিচেন কমিশন’ বললেন রিজভী

আওয়ামী লীগের মানসিকতার রঙে রঞ্জিত লোকদের দিয়েই নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আজ সোমবার তিনি এ কথা বলেন। 

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

নবগঠিত ইসিকে ‘প্রধানমন্ত্রীর কিচেন কমিশন’ হিসেবে আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘যেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সেখানে নির্বাচন কমিশন গঠন হলেই কি আর না হলেই বা কি? ভোট তো করবে ডিসি-এসপিরা। আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রীর ক্ষমতায় যে কমিশন গঠন করা হয়েছে, এটা তো প্রধানমন্ত্রীর কিচেন কমিশন। এর বাইরে কোনো ভূমিকা তারা রাখতে পারবে না।’

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে রিজভী বলেন, ‘বর্তমান সরকার তো ভোট ছাড়াই ক্ষমতায় রয়েছে। যে সরকারের জবাবদিহি থাকে না, যে সরকার ভোটারবিহীন সরকার, তারা তো সাধারণ মানুষ বাঁচল কি মরল, সেটা নিয়ে কখনই ভ্রুক্ষেপ করে না। এটা কখনই তারা বিবেচনায় নিয়ে আসে না। যে কারণে আজকে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত এবং স্বল্প আয়ের মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন, তাদের নাভিশ্বাস উঠেছে। শ্বাসনালিকে একেবারে টেনে ধরা হয়েছে।’

নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির পেছনে আওয়ামী লীগের বাজার সিন্ডিকেটকে দায়ী করে রিজভী বলেন, ‘জনগণের টাকা লুটের অংশ হিসেবে বাজারে সব নিত্যপণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। এ জন্য আওয়ামী লীগের বাজার সিন্ডিকেট দায়ী। আজকে যদি সত্যিকারের নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় থাকত, এসব হতো না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত