Ajker Patrika

সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৮: ০৭
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে আমির শফিকুর রহমান বক্তব্য দেওয়ার সময় মঞ্চে পড়ে গেলে সঙ্গে সঙ্গে নেতা-কর্মীরা তাঁকে ঘিরে ধরেন। পরে আবার বক্তব্য দেওয়া শুরু করেন তিনি। ছবি: ভিডিও থেকে নেওয়া
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে আমির শফিকুর রহমান বক্তব্য দেওয়ার সময় মঞ্চে পড়ে গেলে সঙ্গে সঙ্গে নেতা-কর্মীরা তাঁকে ঘিরে ধরেন। পরে আবার বক্তব্য দেওয়া শুরু করেন তিনি। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতের আমির শফিকুর রহমান। পরে তাঁকে নেতা-কর্মীরা ধরে ওঠালে বক্তব্য দেওয়া শুরুলে তিনি আবার মঞ্চে বসে পড়েন।

আজ শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘তীব্র গরমে উনি অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তাররা তাঁকে আর বক্তব্য দিতে নিষেধ করেছেন।’

তবে বসেই বক্তব্য দেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘আল্লাহ যতক্ষণ হায়াত দিয়েছেন, ততক্ষণ আছি।’ এ সময় উপস্থিত লোকদের তাঁর প্রেশার মাপতে এবং অক্সিমিটার ব্যবহার করতে দেখা যায়।

জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং নির্বাচনের আগে সব দলের জন্য সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা–ভাঙচুর

শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল দিল্লির সার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত