Ajker Patrika

আ.লীগকে ক্ষমা বলতে আইন হাতে তুলে না নেওয়া বোঝানো হয়েছে: জামায়াতের আমির 

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২০: ১৮
আ.লীগকে ক্ষমা বলতে আইন হাতে তুলে না নেওয়া বোঝানো হয়েছে: জামায়াতের আমির 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া বলতে আইন হাতে না তুলে নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুনির্দিষ্টভাবে জামায়াতের যারা ক্ষতি করেছে, তাদের শাস্তির আওতায় আনা হবে।’ 

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জে দারুল ইসলাম একাডেমিক মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

তিনি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, ‘আপনি দেশে ফিরে এসে মামলা মোকাবিলা করুন। আপনি নিজেই তো এত দিন বলেছেন, দেশের বিচার ও আইন বিভাগ স্বাধীন।’  

তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার। এই বিদায়ী জুলুমবাজ সরকারের হাত থেকে দেশের কেউ রক্ষা পায়নি। যেখানে তারা জুলুম করেনি। এই জুলুমবাজ সরকারের হাতে সাধারণ জনগণ কথা বলতে পারে নাই। তারা সবচেয়ে বেশি অন্যায় করেছে জামায়াতে ইসলামীর সঙ্গে। তারা আমাদের দলের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে হত্যা করেছে।’ 

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ। 

এ সময় জেলার বিভিন্ন উপজেলার জামায়াত ইসলামীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত