Ajker Patrika

দিনের ছবি (০৪ জুন, ২০২৫)

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৯: ৫০
বর্ষার আকাশের নিচে রঙিন এক ছোঁয়া হিবিস্কাসের তাজা ফুলগুলো যেন শহরের ব্যস্ততা কিছুক্ষণের জন্য থামিয়ে দেয়। প্রাণবন্ত ফুলগুলো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যের এক অনবদ্য উপহার। রাজশাহী নগরীর কলাবাগান এলাকা থেকে তোলা। ছবি: মিলন শেখ
বর্ষার আকাশের নিচে রঙিন এক ছোঁয়া হিবিস্কাসের তাজা ফুলগুলো যেন শহরের ব্যস্ততা কিছুক্ষণের জন্য থামিয়ে দেয়। প্রাণবন্ত ফুলগুলো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যের এক অনবদ্য উপহার। রাজশাহী নগরীর কলাবাগান এলাকা থেকে তোলা। ছবি: মিলন শেখ
রাজশাহী নগরীর কলাবাগান এলাকায় রাস্তার ধারে ফুটে থাকা হিবিস্কাস ফুল মালভেসি পরিবারের উজ্জ্বল ও মনোমুগ্ধকর প্রজন্ম। এই ফুল গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় অঞ্চলে বহুল পরিচিত এবং এর বড় বড় রঙিন ফুল সব সময় দৃষ্টি কেড়ে নেয়। ছবি: মিলন শেখ
রাজশাহী নগরীর কলাবাগান এলাকায় রাস্তার ধারে ফুটে থাকা হিবিস্কাস ফুল মালভেসি পরিবারের উজ্জ্বল ও মনোমুগ্ধকর প্রজন্ম। এই ফুল গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় অঞ্চলে বহুল পরিচিত এবং এর বড় বড় রঙিন ফুল সব সময় দৃষ্টি কেড়ে নেয়। ছবি: মিলন শেখ
হিবিস্কাস ফুল। মালভেসি পরিবারের উজ্জ্বল ও আকর্ষণীয় ফুলটি বিশ্বজুড়ে গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় অঞ্চলে বিস্তৃত। বার্ষিক ও বহুবর্ষজীবী গুল্ম এবং ছোট গাছের মধ্যেও হিবিস্কাসের বৈচিত্র্য দেখা যায়। ছবিটি রাজশাহী নগরীর কলাবাগান এলাকার রাস্তার পাশ থেকে তোলা। ছবি: মিলন শেখ
হিবিস্কাস ফুল। মালভেসি পরিবারের উজ্জ্বল ও আকর্ষণীয় ফুলটি বিশ্বজুড়ে গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় অঞ্চলে বিস্তৃত। বার্ষিক ও বহুবর্ষজীবী গুল্ম এবং ছোট গাছের মধ্যেও হিবিস্কাসের বৈচিত্র্য দেখা যায়। ছবিটি রাজশাহী নগরীর কলাবাগান এলাকার রাস্তার পাশ থেকে তোলা। ছবি: মিলন শেখ
মাছ ধরার শখ অনেকেরই থাকে। জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে আষাঢ়ে বোয়াল ধরার জন্য যমুনা নদীতে সারা রাত কাটান এসব মানুষ। রাতের শেষ ভাগে এসে প্রায় ২৭ কেজি ওজনের বিশাল আকৃতির বোয়াল মাছটি ধরেন আব্দুর রশিদসহ তাঁর সঙ্গীরা। বোয়ালটি বাড়িতে এনে তাঁরা কেটে ভাগ করে নেন। বোয়ালটি ধরা পড়েছে যমুনার শাখা নদী লৌহজংয়ের রায়ের বাশালিয়া এলাকা থেকে। ছবি: ফুয়াদ হাসান রঞ্জু
মাছ ধরার শখ অনেকেরই থাকে। জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে আষাঢ়ে বোয়াল ধরার জন্য যমুনা নদীতে সারা রাত কাটান এসব মানুষ। রাতের শেষ ভাগে এসে প্রায় ২৭ কেজি ওজনের বিশাল আকৃতির বোয়াল মাছটি ধরেন আব্দুর রশিদসহ তাঁর সঙ্গীরা। বোয়ালটি বাড়িতে এনে তাঁরা কেটে ভাগ করে নেন। বোয়ালটি ধরা পড়েছে যমুনার শাখা নদী লৌহজংয়ের রায়ের বাশালিয়া এলাকা থেকে। ছবি: ফুয়াদ হাসান রঞ্জু
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত