সম্পাদকীয়
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি দেওয়া একাধিক বক্তৃতায় চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতেও দেব না। ঘুষ কেউ নেবে না, আর যে ঘুষের জন্য হাত বাড়াবে তার হাত অবশ করে দেওয়া হবে।’ একটি রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতার এই বক্তব্য কথার দিক থেকে যতই বলিষ্ঠ হোক না কেন, বাস্তব ঘটনা সে বক্তব্যকে আঙুল তুলে চ্যালেঞ্জ জানাচ্ছে।
যেমনটি দেখা যাচ্ছে লক্ষ্মীপুর জেলার কমলনগরে। অভিযোগ উঠেছে, জামায়াতের স্থানীয় নেতারা চাঁদা আদায়ের জন্য মেঘনা নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন। ২৫ জুলাই আজকের পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, সাহেবেরহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার লোকমান হোসেন ও ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন নৌযানপ্রতি আট হাজার টাকা চাঁদা দাবি করেছেন বলে জানাচ্ছে প্রকল্পসংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। টাকা না দেওয়ায় নির্মাণকাজে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে। ঘটনা প্রকাশের পর স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
এখানে প্রশ্ন উঠছে, দলীয় প্রধানের আদর্শিক বক্তব্য আর মাঠপর্যায়ের কর্মীদের আচরণের মধ্যে এই ফারাক কেন? রাজনৈতিক সংগঠনের সবচেয়ে বড় দায় হলো নিজের কাঠামোর ভেতর শৃঙ্খলা, আদর্শ এবং নৈতিকতা রক্ষা করা। কোনো রাজনৈতিক দলের মধ্যে যদি তৃণমূল পর্যায়েই এই অনিয়ম, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী মনোভাব বাসা বাঁধে, তবে দলের আদর্শিক অবস্থান কতটা বিশ্বাসযোগ্য থাকে, তা নিয়ে জনমানসে প্রশ্ন উঠবে।
শফিকুর রহমান বলেছেন, ‘যে দল তার কর্মীদের নিজেই সামাল দিতে পারে না, তাদের হাতে বাংলাদেশের মানুষের জীবন কখনোই নিরাপদ হতে পারে না।’ কথাটি কি তাঁর নিজের দলের বেলায় প্রযোজ্য নয়? জামায়াত কি তার কর্মীদের সামাল দিতে পারছে?
দেশের রাজনৈতিক ব্যবস্থায় শুদ্ধাচার এখন সবচেয়ে বড় সংকটের নাম। কথায় আদর্শ আর আচরণে ছলনা—এটাই যেন রাজনীতির রুটিন হয়ে দাঁড়িয়েছে। প্রায় সব দলের ক্ষেত্রেই এই দ্বিচারিতা দেখা যায়।
ভুলে গেলে চলবে না, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ। এটি কোনো মতাদর্শগত বা আদর্শিক বিচ্যুতি নয়, এটি একটি প্রশাসনিক, আইনগত অপরাধ—যার জন্য শাস্তি হওয়া উচিত আইন মোতাবেক।
একটি রাজনৈতিক দলের বিশ্বাসযোগ্যতা কেবল নেতৃত্বের বক্তৃতায় নির্ভর করে না, বরং নির্ভর করে তৃণমূল পর্যায়ের কর্মীদের আচার-আচরণ, নৈতিকতা এবং জনসম্পৃক্ততার স্বচ্ছতায়। যেসব রাজনৈতিক দল নিজেদের আদর্শিক শক্তি হিসেবে ইসলাম, মানবতা কিংবা ন্যায়বিচারের কথা বলে, তাদের পক্ষে এই চাঁদাবাজির অভিযোগ আরও নৈতিকভাবে ক্ষতিকর। কারণ, এতে কেবল রাজনৈতিক নয়, ধর্মীয় বিশ্বাসেরও অবমাননা হয়, যা সমাজে সামগ্রিকভাবে রাজনৈতিক হতাশা বাড়ায়।
আমরা চাই, সব রাজনৈতিক দল নিজেদের কর্মীদের দায়িত্বশীল, জনবান্ধব এবং নৈতিকভাবে জবাবদিহিমূলক করে গড়ে তুলুক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি দেওয়া একাধিক বক্তৃতায় চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতেও দেব না। ঘুষ কেউ নেবে না, আর যে ঘুষের জন্য হাত বাড়াবে তার হাত অবশ করে দেওয়া হবে।’ একটি রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতার এই বক্তব্য কথার দিক থেকে যতই বলিষ্ঠ হোক না কেন, বাস্তব ঘটনা সে বক্তব্যকে আঙুল তুলে চ্যালেঞ্জ জানাচ্ছে।
যেমনটি দেখা যাচ্ছে লক্ষ্মীপুর জেলার কমলনগরে। অভিযোগ উঠেছে, জামায়াতের স্থানীয় নেতারা চাঁদা আদায়ের জন্য মেঘনা নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন। ২৫ জুলাই আজকের পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, সাহেবেরহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার লোকমান হোসেন ও ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন নৌযানপ্রতি আট হাজার টাকা চাঁদা দাবি করেছেন বলে জানাচ্ছে প্রকল্পসংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। টাকা না দেওয়ায় নির্মাণকাজে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে। ঘটনা প্রকাশের পর স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
এখানে প্রশ্ন উঠছে, দলীয় প্রধানের আদর্শিক বক্তব্য আর মাঠপর্যায়ের কর্মীদের আচরণের মধ্যে এই ফারাক কেন? রাজনৈতিক সংগঠনের সবচেয়ে বড় দায় হলো নিজের কাঠামোর ভেতর শৃঙ্খলা, আদর্শ এবং নৈতিকতা রক্ষা করা। কোনো রাজনৈতিক দলের মধ্যে যদি তৃণমূল পর্যায়েই এই অনিয়ম, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী মনোভাব বাসা বাঁধে, তবে দলের আদর্শিক অবস্থান কতটা বিশ্বাসযোগ্য থাকে, তা নিয়ে জনমানসে প্রশ্ন উঠবে।
শফিকুর রহমান বলেছেন, ‘যে দল তার কর্মীদের নিজেই সামাল দিতে পারে না, তাদের হাতে বাংলাদেশের মানুষের জীবন কখনোই নিরাপদ হতে পারে না।’ কথাটি কি তাঁর নিজের দলের বেলায় প্রযোজ্য নয়? জামায়াত কি তার কর্মীদের সামাল দিতে পারছে?
দেশের রাজনৈতিক ব্যবস্থায় শুদ্ধাচার এখন সবচেয়ে বড় সংকটের নাম। কথায় আদর্শ আর আচরণে ছলনা—এটাই যেন রাজনীতির রুটিন হয়ে দাঁড়িয়েছে। প্রায় সব দলের ক্ষেত্রেই এই দ্বিচারিতা দেখা যায়।
ভুলে গেলে চলবে না, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ। এটি কোনো মতাদর্শগত বা আদর্শিক বিচ্যুতি নয়, এটি একটি প্রশাসনিক, আইনগত অপরাধ—যার জন্য শাস্তি হওয়া উচিত আইন মোতাবেক।
একটি রাজনৈতিক দলের বিশ্বাসযোগ্যতা কেবল নেতৃত্বের বক্তৃতায় নির্ভর করে না, বরং নির্ভর করে তৃণমূল পর্যায়ের কর্মীদের আচার-আচরণ, নৈতিকতা এবং জনসম্পৃক্ততার স্বচ্ছতায়। যেসব রাজনৈতিক দল নিজেদের আদর্শিক শক্তি হিসেবে ইসলাম, মানবতা কিংবা ন্যায়বিচারের কথা বলে, তাদের পক্ষে এই চাঁদাবাজির অভিযোগ আরও নৈতিকভাবে ক্ষতিকর। কারণ, এতে কেবল রাজনৈতিক নয়, ধর্মীয় বিশ্বাসেরও অবমাননা হয়, যা সমাজে সামগ্রিকভাবে রাজনৈতিক হতাশা বাড়ায়।
আমরা চাই, সব রাজনৈতিক দল নিজেদের কর্মীদের দায়িত্বশীল, জনবান্ধব এবং নৈতিকভাবে জবাবদিহিমূলক করে গড়ে তুলুক।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হিন্দু-মুসলমান বিরোধ প্রসঙ্গে গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করতে বলেছিলেন একদা। তাঁর এই পরামর্শ কতটা কাজে লেগেছে, তা নিয়ে আর মন্তব্য না করাই ভালো। ন্যূনতম সহনশীলতারও মৃত্যু হয়েছে কি না, তা নিয়েও ভাবছে মানুষ। রাজনীতির মাঠে প্রতিপক্ষকে অশ্রাব্য ভাষায় গালি...
২০ ঘণ্টা আগেআগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে, পবিত্র রমজানের আগে সাধারণ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। যদিও দেশে-বিদেশে নির্বাচন নিয়ে ভিন্নতর জল্পনাও আছে। বিশেষ করে প্রবাসী কয়েকজন ইউটিউবার নানাভাবে পরিস্থিতি ব্যাখ্যা করে নিশ্চিত নির্বাচনের বিষয়ে জনপরিসরে একটি সংশয় সৃষ্টি করতে সক্ষম হয়েছেন।
২০ ঘণ্টা আগেপৃথিবীর বহু দেশে শিক্ষকের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা উচ্চতর হলেও, বাংলাদেশের ক্ষেত্রে এ চিত্র ভালো নয়। বিশেষ করে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এ চিত্র বেশ হতাশাজনক ও বেদনাদায়ক। দুঃখজনক হলেও সত্য যে দীর্ঘদিন ধরে চলমান এ দুরবস্থা দূরীকরণে কোনো সরকারই কোনো আন্তরিকতা দেখায়নি।
২০ ঘণ্টা আগেসমাজের অলিগলি, শহর থেকে প্রান্তরে আজ যেন একটিই মন্ত্র উচ্চারিত হচ্ছে—‘জিপিএ-৫ পেলেই জীবন সফল’। অভিভাবকের চোখে সন্তানের সফলতা মাপা হয় সেই একটিমাত্র অঙ্কে। কিন্তু প্রশ্ন, একটি ফলাফল, একটি সংখ্যাই কি সত্যিই নির্ধারণ করতে পারে একজন মানুষের মেধা, মানসিকতা কিংবা ভবিষ্যৎ? মানুষের জীবনের গল্প কখনোই...
২০ ঘণ্টা আগে