সাহিদা পারভীন শিখা
আজ, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বব্যাপী এই দিনটি নারীদের অধিকার, সম্মান ও সমতার দাবিতে উদ্যাপিত হয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে এ দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় নারী দিবস পালনের গুরুত্ব শুধু প্রতীকী উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। বরং এটি হওয়া উচিত নারীর অধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরও শাণিত করার শপথ গ্রহণের দিন। আমাদের দেশে নারীর অবস্থান, অর্জন এবং প্রতিবন্ধকতাগুলো বিবেচনায় নিলে ৮ মার্চ উদ্যাপনের যৌক্তিকতা নতুন মাত্রা পায়।
নারীর ক্ষমতায়ন একটি বহুমাত্রিক প্রক্রিয়া, যেখানে শুধু অর্থনৈতিক স্বাধীনতা বা রাজনৈতিক অংশগ্রহণই নয়, বরং সহিংসতামুক্ত জীবন, সম-অধিকার, সমমর্যাদা এবং সমসুযোগ নিশ্চিত করাই মূল লক্ষ্য। নারীর ক্ষমতায়ন প্রকৃত অর্থে তখনই সম্ভব, যখন একটি সমাজ নারীকে তার মৌলিক অধিকার এবং মর্যাদা দিতে প্রস্তুত হবে এবং সে সমাজের প্রতিটি স্তরে নারীকে তার যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ দেওয়া হবে।
সহিংসতা নারীর ক্ষমতায়নের পথে অন্যতম প্রধান বাধা। শারীরিক, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক সহিংসতা নারীকে শুধু দুর্বল করে না, বরং তার আত্মবিশ্বাস এবং সম্ভাবনাকে বিনষ্ট করে দেয়। ঘরে-বাইরে নারী নির্যাতনের ভয়, যৌন হয়রানি, বৈবাহিক ধর্ষণ, কর্মস্থলে প্রতিকূলতা এবং পারিবারিক ও সামাজিক নিপীড়ন—এ সবকিছুই নারীর সামনে এক কঠিন দেয়াল তৈরি করে, যা তাকে তার স্বপ্ন, লক্ষ্য ও সম্ভাবনা থেকে দূরে সরিয়ে দেয়। তাই নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে প্রথমেই এই সহিংসতামূলক পরিবেশ নির্মূল করতে হবে। একটি সমাজ যদি নারীর প্রতি সহিংসতা রোধ করতে না পারে, তবে সেই সমাজের নারীরা কখনোই আত্মবিশ্বাসের সঙ্গে সামনের দিকে এগোতে পারবে না।
সম-অধিকারের প্রশ্নটি নারীর ক্ষমতায়নের কেন্দ্রে রয়েছে। একজন নারী যদি পুরুষের মতো সমান অধিকার না পায়, তবে সে কখনোই প্রকৃত অর্থে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। শিক্ষার অধিকার, কাজের অধিকার, সম্পত্তির অধিকার, মতপ্রকাশের অধিকার—এ সবকিছুই নারীর ক্ষমতায়নের ভিত্তি গড়ে তোলে। কিন্তু বাস্তবতা হলো, বহু সমাজে নারীরা এখনো পুরুষের তুলনায় অনেক ক্ষেত্রে বঞ্চিত। কর্মক্ষেত্রে নারীদের সমান পারিশ্রমিক দেওয়া হয় না, তাদের প্রমোশন বা নেতৃত্বে আসার সুযোগ কম থাকে, অনেক ক্ষেত্রে তাদের পরিবার থেকে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া হয় না। ফলে নারীকে সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় স্তরে সমান অধিকার দিতে হবে, যাতে সে নিজের জীবন নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং নিজের দক্ষতা ও প্রতিভাকে যথাযথভাবে কাজে লাগাতে পারে।
সমমর্যাদা নারীর আত্মপরিচয়ের ভিত্তি। একজন নারী যদি তার পরিবার, কর্মক্ষেত্র বা সমাজে মর্যাদার সঙ্গে বসবাস করতে না পারে, তবে সে কখনোই মনেপ্রাণে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবে না। অনেক সমাজে এখনো নারীদের ছোট করে দেখা হয়, তাদের মতামতকে তুচ্ছ করা হয় এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া হয় না। এসব প্রথাগত দৃষ্টিভঙ্গি নারীকে পিছিয়ে রাখে এবং তার সম্ভাবনাকে দমিয়ে দেয়। তাই নারীর ক্ষমতায়নের জন্য প্রয়োজন তার প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গি তৈরি করা, যাতে সে পুরুষের মতোই সমান মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হতে পারে।
নারীর ক্ষমতায়নের আরেকটি প্রধান দিক হলো সমসুযোগ। যদি নারীকে পুরুষের সমানভাবে শিক্ষা, চাকরি, ব্যবসা বা নেতৃত্বের সুযোগ দেওয়া না হয়, তাহলে সে কীভাবে এগিয়ে যাবে? বহু সমাজে নারীরা এখনো উচ্চশিক্ষা থেকে বঞ্চিত, কারণ তাদের পরিবার মনে করে, নারী শিক্ষিত হলেও শেষ পর্যন্ত তাকে গৃহস্থালির কাজেই ব্যস্ত থাকতে হবে। কর্মক্ষেত্রে নারীদের জন্য যথাযথ সুযোগ এবং নিরাপদ পরিবেশ না থাকায় অনেক নারী বাধ্য হয়ে চাকরি ছেড়ে দেন। তাই নারীদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা তাদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পাবে এবং পুরুষের মতোই স্বাধীনভাবে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।
নারীর ক্ষমতায়ন কেবল নারীর জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি গোটা সমাজের জন্য অপরিহার্য। কারণ একটি সমাজ তখনই টেকসই উন্নতির পথে এগিয়ে যেতে পারে, যখন তার অর্ধেক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না। নারী যখন আত্মনির্ভরশীল হবে, তখন পরিবার, সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে। তাই সহিংসতামুক্ত, সম-অধিকারভিত্তিক, মর্যাদাপূর্ণ এবং সমান সুযোগের একটি সমাজ গড়ে তোলাই নারীর ক্ষমতায়নের প্রধান শর্ত। এই লক্ষ্যে আমাদের পরিবার, শিক্ষাব্যবস্থা, কর্মক্ষেত্র এবং নীতিনির্ধারণী পর্যায়ে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে নারীরা তাদের পূর্ণ সম্ভাবনার বিকাশ ঘটাতে পারে এবং একটি ন্যায়সংগত সমাজ গড়ে তুলতে পারে।
লেখক: সাধারণ সম্পাদক, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র
আজ, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বব্যাপী এই দিনটি নারীদের অধিকার, সম্মান ও সমতার দাবিতে উদ্যাপিত হয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে এ দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় নারী দিবস পালনের গুরুত্ব শুধু প্রতীকী উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। বরং এটি হওয়া উচিত নারীর অধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরও শাণিত করার শপথ গ্রহণের দিন। আমাদের দেশে নারীর অবস্থান, অর্জন এবং প্রতিবন্ধকতাগুলো বিবেচনায় নিলে ৮ মার্চ উদ্যাপনের যৌক্তিকতা নতুন মাত্রা পায়।
নারীর ক্ষমতায়ন একটি বহুমাত্রিক প্রক্রিয়া, যেখানে শুধু অর্থনৈতিক স্বাধীনতা বা রাজনৈতিক অংশগ্রহণই নয়, বরং সহিংসতামুক্ত জীবন, সম-অধিকার, সমমর্যাদা এবং সমসুযোগ নিশ্চিত করাই মূল লক্ষ্য। নারীর ক্ষমতায়ন প্রকৃত অর্থে তখনই সম্ভব, যখন একটি সমাজ নারীকে তার মৌলিক অধিকার এবং মর্যাদা দিতে প্রস্তুত হবে এবং সে সমাজের প্রতিটি স্তরে নারীকে তার যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ দেওয়া হবে।
সহিংসতা নারীর ক্ষমতায়নের পথে অন্যতম প্রধান বাধা। শারীরিক, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক সহিংসতা নারীকে শুধু দুর্বল করে না, বরং তার আত্মবিশ্বাস এবং সম্ভাবনাকে বিনষ্ট করে দেয়। ঘরে-বাইরে নারী নির্যাতনের ভয়, যৌন হয়রানি, বৈবাহিক ধর্ষণ, কর্মস্থলে প্রতিকূলতা এবং পারিবারিক ও সামাজিক নিপীড়ন—এ সবকিছুই নারীর সামনে এক কঠিন দেয়াল তৈরি করে, যা তাকে তার স্বপ্ন, লক্ষ্য ও সম্ভাবনা থেকে দূরে সরিয়ে দেয়। তাই নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে প্রথমেই এই সহিংসতামূলক পরিবেশ নির্মূল করতে হবে। একটি সমাজ যদি নারীর প্রতি সহিংসতা রোধ করতে না পারে, তবে সেই সমাজের নারীরা কখনোই আত্মবিশ্বাসের সঙ্গে সামনের দিকে এগোতে পারবে না।
সম-অধিকারের প্রশ্নটি নারীর ক্ষমতায়নের কেন্দ্রে রয়েছে। একজন নারী যদি পুরুষের মতো সমান অধিকার না পায়, তবে সে কখনোই প্রকৃত অর্থে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। শিক্ষার অধিকার, কাজের অধিকার, সম্পত্তির অধিকার, মতপ্রকাশের অধিকার—এ সবকিছুই নারীর ক্ষমতায়নের ভিত্তি গড়ে তোলে। কিন্তু বাস্তবতা হলো, বহু সমাজে নারীরা এখনো পুরুষের তুলনায় অনেক ক্ষেত্রে বঞ্চিত। কর্মক্ষেত্রে নারীদের সমান পারিশ্রমিক দেওয়া হয় না, তাদের প্রমোশন বা নেতৃত্বে আসার সুযোগ কম থাকে, অনেক ক্ষেত্রে তাদের পরিবার থেকে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়া হয় না। ফলে নারীকে সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় স্তরে সমান অধিকার দিতে হবে, যাতে সে নিজের জীবন নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং নিজের দক্ষতা ও প্রতিভাকে যথাযথভাবে কাজে লাগাতে পারে।
সমমর্যাদা নারীর আত্মপরিচয়ের ভিত্তি। একজন নারী যদি তার পরিবার, কর্মক্ষেত্র বা সমাজে মর্যাদার সঙ্গে বসবাস করতে না পারে, তবে সে কখনোই মনেপ্রাণে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবে না। অনেক সমাজে এখনো নারীদের ছোট করে দেখা হয়, তাদের মতামতকে তুচ্ছ করা হয় এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া হয় না। এসব প্রথাগত দৃষ্টিভঙ্গি নারীকে পিছিয়ে রাখে এবং তার সম্ভাবনাকে দমিয়ে দেয়। তাই নারীর ক্ষমতায়নের জন্য প্রয়োজন তার প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গি তৈরি করা, যাতে সে পুরুষের মতোই সমান মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হতে পারে।
নারীর ক্ষমতায়নের আরেকটি প্রধান দিক হলো সমসুযোগ। যদি নারীকে পুরুষের সমানভাবে শিক্ষা, চাকরি, ব্যবসা বা নেতৃত্বের সুযোগ দেওয়া না হয়, তাহলে সে কীভাবে এগিয়ে যাবে? বহু সমাজে নারীরা এখনো উচ্চশিক্ষা থেকে বঞ্চিত, কারণ তাদের পরিবার মনে করে, নারী শিক্ষিত হলেও শেষ পর্যন্ত তাকে গৃহস্থালির কাজেই ব্যস্ত থাকতে হবে। কর্মক্ষেত্রে নারীদের জন্য যথাযথ সুযোগ এবং নিরাপদ পরিবেশ না থাকায় অনেক নারী বাধ্য হয়ে চাকরি ছেড়ে দেন। তাই নারীদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা তাদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পাবে এবং পুরুষের মতোই স্বাধীনভাবে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।
নারীর ক্ষমতায়ন কেবল নারীর জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি গোটা সমাজের জন্য অপরিহার্য। কারণ একটি সমাজ তখনই টেকসই উন্নতির পথে এগিয়ে যেতে পারে, যখন তার অর্ধেক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না। নারী যখন আত্মনির্ভরশীল হবে, তখন পরিবার, সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে। তাই সহিংসতামুক্ত, সম-অধিকারভিত্তিক, মর্যাদাপূর্ণ এবং সমান সুযোগের একটি সমাজ গড়ে তোলাই নারীর ক্ষমতায়নের প্রধান শর্ত। এই লক্ষ্যে আমাদের পরিবার, শিক্ষাব্যবস্থা, কর্মক্ষেত্র এবং নীতিনির্ধারণী পর্যায়ে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে নারীরা তাদের পূর্ণ সম্ভাবনার বিকাশ ঘটাতে পারে এবং একটি ন্যায়সংগত সমাজ গড়ে তুলতে পারে।
লেখক: সাধারণ সম্পাদক, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র
এয়ারলাইনস বন্ধ হওয়ার মিছিল যত দীর্ঘ হবে, বাংলাদেশের এভিয়েশন তত ক্ষতিগ্রস্ত হবে। বেসরকারি বিমান সংস্থার মধ্যে গত ২৮ বছরে বেশ কয়েকটি বন্ধ হয়ে হয়ে গেছে, যা খুবই দুঃখজনক। এর মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে চষে বেড়ানো জিএমজি এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেন্ট এয়ারওয়েজ ও বেস্ট এয়ার উল্লে
৪২ মিনিট আগেঅনেক দিন ধরে আমি একটা বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আমার লেখায়, বিভিন্ন বক্তৃতায় এবং টক শোতে এই কথাটি বারবার বলেছি। পৃথিবীর অনেক দেশে সংস্কৃতি মন্ত্রণালয় নেই। সাংস্কৃতিক কর্মকাণ্ড শিল্প-সাহিত্যের জন্য গড়ে ওঠা দলগুলোই করে থাকে। সরকার সেই দলগুলোকে আর্থিক সাহায্য দেয় মাত্র।
১৫ ঘণ্টা আগেবাঙালি লোকসংস্কৃতির একটি অতিপরিচিত শব্দ হলো চড়ক। গ্রামবাংলার অত্যন্ত জনপ্রিয় একটি লোক-উৎসব চড়ক পূজা। সনাতন ধর্মাবলম্বীদের পালনীয় এই উৎসবটির নাম কীভাবে চড়ক হলো? আমরা কি জানি চড়ক শব্দের সাদৃশ্যে তৈরি হওয়া চড়কগাছ কি আসলে কোনো গাছ? আবার চড়কের বাদ্যি বলে আরেকটি শব্দ রয়েছে, এর অর্থ কী?
১৫ ঘণ্টা আগে১৭ এপ্রিল বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার, যেটি ইতিহাসে ‘মুজিবনগর সরকার’ নামে পরিচিত। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করে শপথ...
১৫ ঘণ্টা আগে