Ajker Patrika

নিরাপত্তার স্বার্থে শিক্ষকদের বাড়ি ফেরা উচিত: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে বাড়ি ফিরিয়ে নিতে শিক্ষক নেতাদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার রাজধানীর ইডেন মহিলা কলেজের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তবে শিক্ষামন্ত্রীর এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া আমরা বাড়ি ফিরে যাব না। তবে আগামীকালের সমাবেশ ঘিরে নিরাপত্তার স্বার্থে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি স্থগিত থাকবে। কিন্তু এ সময়ে আমাদের কেন্দ্রীয় ৬০ নেতা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘তারা শিক্ষকদের জিম্মি করে অন্য কোনো কিছুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই অপচেষ্টা বন্ধ করা উচিত। এখানে শিক্ষক নেতারা আছেন, তাদের উচিত শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে বাড়ি ফিরিয়ে নেওয়া। তাদের নিরাপত্তার প্রতি হুমকি হয় এ রকম কিছু করা শিক্ষক নেতাদের উচিত নয়। এ নিরাপত্তার দায়িত্ব তারা নিতে পারবেন না।’

শিক্ষকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দীপু মনি বলেন, ‘বিরোধী দল যেভাবে এগোচ্ছে এবং যেখানেই তারা সমাবেশ করছে সেখানেই অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। কালকে (বৃহস্পতিবার) এখানে যখন হবে...সেখানে যদি আমার শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হয় সে দায়িত্ব কারা নেবেন? এ দায়িত্ব কি ওই নেতৃবৃন্দ নিতে পারবেন? কাজেই আমি বলছি অবশ্যই তারা যেন আজকের মধ্যে শ্রেণিকক্ষে ফিরে যান।’

দীপু মনি আরো বলেন, ‘২৭ তারিখ এখানে একটা সমস্যা হতে পারে বলে অনেকে শঙ্কা প্রকাশ করছেন। এ অবস্থায় শিক্ষকদের এখানে এনে যারা বসিয়ে রেখেছেন তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা আমাদের শিক্ষকদের জিম্মি করে অন্য কিছুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ অপচেষ্টা বন্ধ করা উচিত।’

গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকেরা। বুধবারও জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা দখল করে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকেরা।

এ দিকে ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর নজরদারি করার জন্য গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বুধবার বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত