Ajker Patrika

আরও ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
আরও ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

ঢাকা: চতুর্থ ধাপে আরও ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করেছে সরকার। আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাঁদের ওয়েবসাইটে (www. molwa. gov. bd) এই তালিকা প্রকাশ করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ ধাপে ঢাকা বিভাগের ৯৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, বরিশাল বিভাগের ১৬৭ জন, খুলনা বিভাগের ৫৬২ জন, ময়মনসিংহ বিভাগের ২০২ জন, রাজশাহী বিভাগের ৭৭৮ জন, রংপুর বিভাগের ৫৮ জন ও সিলেট বিভাগের ৯১ জন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা নাম প্রকাশ করা হয়েছে। 

এর আগে গত ২৫ মার্চ প্রথম ধাপে এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন, দ্বিতীয় ধাপে ৯ মে ছয় হাজার ৯৮৮ জন এবং তৃতীয় ধাপে ৭ জুন ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত