Ajker Patrika

ভূমধ্যসাগরে ঠান্ডায় নিহত ৭ বাংলাদেশির মরদেহ ঢাকা আসছে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২০: ৪৫
ভূমধ্যসাগরে ঠান্ডায় নিহত ৭ বাংলাদেশির মরদেহ ঢাকা আসছে

ভূমধ্যসাগরে প্রচণ্ড ঠান্ডায় মারা যাওয়া ৭ বাংলাদেশির মরদেহ ঢাকা আসছে। তীব্র ঠান্ডায় থাকার ফলে হাইপোথার্মিয়াজনিত কারণে তাঁরা মারা যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি মরদেহ নিয়ে প্রথম ফ্লাইটটি ১০ ফেব্রুয়ারি রোম থেকে রওনা হবে, যা ১২ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। দ্বিতীয় মরদেহ রোম থেকে রওনা হবে ১১ ফেব্রুয়ারি, যা ১৩ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছানোর কথা। এভাবে বাকি মরদেহগুলো দেশে পাঠানো হবে। এ লক্ষ্যে ইতালিতে থাকা বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। 

মারা যাওয়া সাত বাংলাদেশির মধ্যে পাঁচজনই মাদারীপুরের। মারা যাওয়া সাত বাংলাদেশি হলেন—মাদারীপুরের ইমরান হোসেন, রতন জয় তালুকদার, সাফায়েত, জহিরুল ও বাপ্পী, সুনামগঞ্জের সাজ্জাদ ও কিশোরগঞ্জের সাইফুল। 

প্রসঙ্গত, অবৈধভাবে ইউরোপে অভিবাসনের চেষ্টায় থাকা ২৮৭ জন অভিবাসনপ্রত্যাশীকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করে ইতালি। এদের মধ্যে ২৭৩ জন বাংলাদেশি। তীব্র ঠান্ডায় থাকার ফলে হাইপোথার্মিয়াজনিত কারণে ২৭৩ জনের মধ্যে সাত বাংলাদেশি মারা যান। বাকিরা মিসরীয় নাগরিক। নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন তাঁরা।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত